Katrina Kaif-Vicky Kaushal Wedding: কেমন দেখতে ভি-ক্যাটের বিয়ের কার্ড? সামনে এল ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Katrina Kaif-Vicky Kaushal Wedding: ফাঁস হল ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ড ! কড়াকড়ি বেড়াজাল ভেদ করে ফাঁস ছবি
#মুম্বই: বলিউডে এখন একটাই খবর ভিকি-ক্যাটের বিয়ে। গোটা বলিউড এখন পৌঁছে গিয়েছে রাজস্থান। ক্যাটরিনার বিয়ে বলে কথা। আলোচনার শীর্ষে ‘সিক্স সেন্সেস’ রিসর্ট (Katrina Kaif-Vicky Kaushal Wedding )৷ রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় ৭০০ বছরের প্রাচীন কেল্লাকে রূপান্তরিত করা হয়েছে বিলাসবহুল রিসর্টে (Six Senses Resort)৷ রাজপরিবারের তৈরি এই প্রাসাদেই বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা ও ভিকির(Katrina Kaif-Vicky Kaushal Wedding ) বিয়ের সব কিছুই গোপন রাখা হচ্ছে। এই বিয়েতে কোনও সেলেব তাঁদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বিয়ের আসরে কেউ ফোনে ছবি বা ভিডিও তুলতে পারবেন না। এমনকি ফোন নিয়েও যেতে পারবেন না ফ্লোরে। এছাড়াও হাজার একটা কড়াকড়ি রয়েছে। সূত্রের খবর , ক্যাটরিনা-ভিকির বিয়েতে এত কড়াকড়ির কারণ, ক্যাটরিনা ৮০ কোটি টাকায় একটি আর্ন্তজাতিক ওটিটি মাধ্যামকে বিক্রি করেছেন তাঁর বিয়ের ভিডিও ও ছবির স্বত্ব। সেই ওটিটিতে রিলিজ করা হবে ভি-ক্যাটের বিয়ের সব কিছু। তাই এত কড়াকড়ি। এই ছবি ও ভিডিওকে এক্সক্লুসিভ করেছিলেন প্রিয়াঙ্কা চোপরা-নিক জোনাস। দীপিকা-ও রণবীর সিংকেও দেখা গিয়েছিল এই পথে হাঁটতে। এবার সেই পথেই ক্যাটরিনা হাঁটলেন।
advertisement
আরও পড়ুন: ভি-ক্যাটের বিয়েতে এত কড়াকড়ি কেন? ছড়াচ্ছে বিয়ে বিক্রির খবর ! উড়ছে কোটি কোটি টাকা
advertisement
তবে এত কড়াকড়ির মধ্যেও কিন্তু অনেক তথ্যই ফাঁস হচ্ছে বিয়ের(Katrina Kaif-Vicky Kaushal Wedding ) আসর থেকে। এই যেমন গেস্ট লিস্ট ও কোড জানা গিয়েছে গত কালই! কারা কারা আসছেন বিয়েতে তাও জানা গিয়েছে। নিয়মাবলি তো সামনে এসেছেই। সঙ্গীতে কি কি গান বাজবে। রণবীর কাপুরের ছবির কোনও গান বাজবে না! এমন নানা তথ্য আগেই সামনে এসেছে। এবার ক্যাট-ভিকির বিয়ের কার্ড সামনে এল। আজ সকালে হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠান। মেহেন্দিও হয়ে গিয়েছে।
advertisement
advertisement
সন্ধে থেকে জমেছে সঙ্গীতের আসর(Katrina Kaif-Vicky Kaushal Wedding )। তার মধ্যেই ভি-ক্যাটের বিয়ের কার্ড ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে এই জুটি। কারণ কোটি কোটি টাকায় এই সব কিছুই চুক্তি বদ্ধ। কার্ডে স্পষ্ট করে লেখা রয়েছে ক্যাট ও ভিকির বিয়ের তারিখ এবং ভেনু। কোথায় হচ্ছে বিয়ে তা নিয়ে এমনিই সন্দেহ ছিল না। এবার বিয়ের কার্ড কেমন দেখতে হল, তা জানা গেল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2021 8:07 PM IST