আমাকে একা ফেলে রেখো না...কাকে বললেন ক্যাট?

Last Updated:

তবে কি এবার বিয়ে পাগল হলে ক্যাটরিনা? কী বললেন বিয়ে নিয়ে তিনি

#মুম্বই: বলিউডে এখন বিয়ের মরশুম চলছে৷ তবে সবার নজর একজনের দিকেই৷ ৩৫ হতে চলা ক্যাটরিনা যে এখনও সিঙ্গল৷ বিয়ে তো দূরের কথা, প্রেমের কথাও শোনা যায় না তার৷ সম্প্রতি বিয়ে নিয়েই তাকে আবারও প্রশ্ন করা হয়েছিল ফেমাসলি ফিল্মফেয়ারে৷ জিতেশ পিল্লাইয়ের উত্তরে ক্যাট যা বললেন তাতে আরও ধন্দে পড়ে গিয়েছেন ভক্তরা৷
ক্যাটরিনা বলেন, "সবাই বিয়ে করছে আর আমার অবস্থা হল না, না, না...আমাকে পিছনে ফেলে যেও না....থামো!" তবে কি ক্যাটরিনা বিয়ে পাগল হলেন? এর আগে কফি উইথ করণ সিজন ৬-এর এপিসোডে ক্যাটরিনাকে বলিউডে বিয়ের হিড়িক নিয়ে প্রশ্ন করা হলে ক্যাটরিনা বলেছিলেন, বিয়েগুলো নিয়ে আমি দারুণ উত্তেজিত৷ আমি সুন্দর সেজেগুজে বিয়েবাড়ি যাব৷ এখনও নেমন্তন্ন পাইনি যদিও, তবে পাওয়ার অপেক্ষায় আছি৷
advertisement
কথা রেখেছিলেন ক্যাটরিনা৷ সাজুগুজু করে নিমন্ত্রণ রক্ষা করেছেন৷ সকলের নজরও কেড়েছেন৷ তবে এখনও বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও বিয়ের ইচ্ছা যে তার বরাবরই ছিল সে প্রমাণও পাওয়া গিয়েছে আগেই৷ আগের এক সাক্ষাৎকারে ক্যাট বলেছিলেন, বিয়ের প্ল্যান আমার ছিল কিন্তু হয়নি৷ এখন মনে করি আমাদের সকলেরই জীবন নিজের পথে চলে৷ তাই এখন আর বিয়ে নিয়ে অযথা ভাবি না৷ আমরা যেভাবে চাই সবকিছু সেভাবে হয় না৷ সেটা মেনে নিতে পারলেই জীবনে শান্তি আসবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমাকে একা ফেলে রেখো না...কাকে বললেন ক্যাট?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement