আমাকে একা ফেলে রেখো না...কাকে বললেন ক্যাট?

Last Updated:

তবে কি এবার বিয়ে পাগল হলে ক্যাটরিনা? কী বললেন বিয়ে নিয়ে তিনি

#মুম্বই: বলিউডে এখন বিয়ের মরশুম চলছে৷ তবে সবার নজর একজনের দিকেই৷ ৩৫ হতে চলা ক্যাটরিনা যে এখনও সিঙ্গল৷ বিয়ে তো দূরের কথা, প্রেমের কথাও শোনা যায় না তার৷ সম্প্রতি বিয়ে নিয়েই তাকে আবারও প্রশ্ন করা হয়েছিল ফেমাসলি ফিল্মফেয়ারে৷ জিতেশ পিল্লাইয়ের উত্তরে ক্যাট যা বললেন তাতে আরও ধন্দে পড়ে গিয়েছেন ভক্তরা৷
ক্যাটরিনা বলেন, "সবাই বিয়ে করছে আর আমার অবস্থা হল না, না, না...আমাকে পিছনে ফেলে যেও না....থামো!" তবে কি ক্যাটরিনা বিয়ে পাগল হলেন? এর আগে কফি উইথ করণ সিজন ৬-এর এপিসোডে ক্যাটরিনাকে বলিউডে বিয়ের হিড়িক নিয়ে প্রশ্ন করা হলে ক্যাটরিনা বলেছিলেন, বিয়েগুলো নিয়ে আমি দারুণ উত্তেজিত৷ আমি সুন্দর সেজেগুজে বিয়েবাড়ি যাব৷ এখনও নেমন্তন্ন পাইনি যদিও, তবে পাওয়ার অপেক্ষায় আছি৷
advertisement
কথা রেখেছিলেন ক্যাটরিনা৷ সাজুগুজু করে নিমন্ত্রণ রক্ষা করেছেন৷ সকলের নজরও কেড়েছেন৷ তবে এখনও বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও বিয়ের ইচ্ছা যে তার বরাবরই ছিল সে প্রমাণও পাওয়া গিয়েছে আগেই৷ আগের এক সাক্ষাৎকারে ক্যাট বলেছিলেন, বিয়ের প্ল্যান আমার ছিল কিন্তু হয়নি৷ এখন মনে করি আমাদের সকলেরই জীবন নিজের পথে চলে৷ তাই এখন আর বিয়ে নিয়ে অযথা ভাবি না৷ আমরা যেভাবে চাই সবকিছু সেভাবে হয় না৷ সেটা মেনে নিতে পারলেই জীবনে শান্তি আসবে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমাকে একা ফেলে রেখো না...কাকে বললেন ক্যাট?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement