রণবীরের ফ্যামিলি অ্যালবামে জায়গা পেলেন ক্যাটরিনা !
Last Updated:
জল্পনা-কল্পনা, বলিউডের নানা গুঞ্জন, নানা কানাঘুঁষোকে ফুঁ দিয়ে উড়িয়ে হাতে-হাত, চোখে-চোখ রেখে সটাং কাপুর বাড়িতে এন্ট্রি নিলেন রণবীর-ক্যাটরিনা !
#মুম্বই: জল্পনা-কল্পনা, বলিউডের নানা গুঞ্জন, নানা কানাঘুঁষোকে ফুঁ দিয়ে উড়িয়ে হাতে-হাত, চোখে-চোখ রেখে সটাং কাপুর বাড়িতে এন্ট্রি নিলেন রণবীর-ক্যাটরিনা ! আর ক্যাটরিনার আপ্যায়ণে, একেবারে ছুটে এলেন করিনা থেকে করিশমা, এবং রণবীরের মা নীতু কাপুরও ৷ শশী কাপুরের ক্রিসমাস পার্টিতে ঠিক এরকমই ঘটল ৷ ভালোবাসার হল জিত ৷ আর নিন্দুকের মুখে পড়ল ছাই !
কিছুদিন আগেই বলিউডের খবরে এসেছিল, দীপিকা পাড়ুকোনের দিকে নাকি ফের ঢলেছেন রণবীর কাপুর ৷ ক্যাটরিনার সঙ্গে নাকি সম্পর্কে ইতি টানতে চলেছেন তিনি ৷ এমনকী, রটেছিল, নীতু কাপুর নাকি একেবারে সহ্য করতে পারছেন না ক্যাটরিনাকে ৷ রণবীরের বাবা ঋষি কাপুরও ক্ষেপে আছেন ক্যাটরিনার উপরে ৷ কিন্তু সব স্পেকুলেশনকে একপাশে রেখে কাপুর বংশের ফ্যামিলি অ্যালবামে জায়গা করে নিলেন ক্যাটরিনা কাইফ ৷ একই ফ্রেমে দেখা গেল রণবীরের দুই বোন করিনা, করিশ্মা ও ক্যাটরিনাকে ৷ এমনকী, হবু শাশুড়ি নীতু কাপুরের পাশে দাঁড়িয়ে ছবিও তুলে ফেললেন, রণবীর প্রেমিকা ক্যাটরিনা কইফ ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2015 2:40 PM IST