Bhool Bhulaiyaa 3: অমিতাভকেও ছাড়লেন না, 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রচারে গিয়ে এ কী করলেন কার্তিক-বিদ্যা? ছবি ভাইরাল হতেই...
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Bhool Bhulaiyaa 3: এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’-র প্রধান অভিনেতা আর অভিনেত্রীরা আপাতত জোরকদমে ছবির প্রচারে নেমেছেন। কিন্তু কার্তিক আরিয়ান আর বিদ্যা বালানকে দেখা গিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শোয়ে।
মুম্বই: কার্তিক আরিয়ারের বহু প্রতীক্ষিত ছবি ‘ভুল ভুলাইয়া ৩’ আপাতত মুক্তি পাওয়ার অপেক্ষায়। আসলে দীপাবলিতে শুভ মুক্তি হরর-কমেডি ধারার এই ছবিটির। ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির সঙ্গে বক্স অফিসে জোর টক্কর হবে অজয় দেবগনের ‘সিংহম এগেইন’ ছবির। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’-র প্রধান অভিনেতা আর অভিনেত্রীরা আপাতত জোরকদমে ছবির প্রচারে নেমেছেন। কিন্তু কার্তিক আরিয়ান আর বিদ্যা বালানকে দেখা গিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শোয়ে। আর ওই শোয়ের সঞ্চালক তথা মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফি তুলেছেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কার্তিক আরিয়ান একটি ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে বিদ্যা বালান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে। আবার রুহ বাবার সিগনেচার স্টাইল করতেও দেখা গিয়েছে কার্তিককে। ক্যাপশনে লিখেছেন, “রুহ বাবা x মঞ্জুলিকা x ভূতনাথ।” আর নিমেষের মধ্যেই ভক্তদের প্রতিক্রিয়া যেন উপচে পড়ে ওই ছবিটিতে। এক ভক্ত লিখেছেন যে, “নিজের আসন্ন হরর-কমেডি ধারার ছবি ‘ভুল ভুলাইয়া’-র প্রচারে গিয়ে কেবিসি-র সেটে যেন আলো জ্বালিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ান। রহস্য-রোমাঞ্চ আর হাসির জন্য তৈরি থাকুন। আনন্দ-উচ্ছ্বাসের জন্য তৈরি হোন।” অন্য একজন আবার বলেন যে, “ভুল ভুলাইয়া-র দুনিয়ায় রুহ বাবার সঙ্গে যখন ভূতনাথের সাক্ষাৎ হয়, তখন সেটা ভূতভার্স হয়ে যায়।”
advertisement
advertisement
এই ছবির বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। তবে কিয়ারা এখানে আদৌ থাকবেন কি না, তা নিয়ে হয়তো ঘটনাক্রমে একটি বড় স্পয়লার দিয়ে ফেলেছেন কার্তিক। Pinkvilla-র সঙ্গে আলাপচারিতায় কার্তিক ‘ভুল ভুলাইয়া ৩’ এবং এর প্লটকে ঘিরে তৈরি হওয়া গোপনীয়তার বিষয়ে কথা বলেছেন। ২টি ক্লাইম্যাক্সের গুজব প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে কার্তিক নিশ্চিত করে বলেন যে, “হ্যাঁ ২টো ক্লাইম্যাক্সের দৃশ্যের শ্যুটিং হয়েছে। তাই কিছু বিভ্রান্তি রয়েছে। আসলে যখন স্ক্রিপ্টটি পাঠানো হয়েছিল, তখন প্রধান কয়েকজন ছাড়া কারও কাছেই শেষ ১৫টি পৃষ্ঠা ছিল না।”
advertisement
যদিও আচমকাই এই কথোপকথন চলাকালীনই অনিচ্ছাকৃত ভাবে কার্তিক আরিয়ান আবার মুখ ফস্কে কিয়ারার প্রসঙ্গ বলে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই বলে বসেন যে, “আমরা যখন কিয়ারার সঙ্গে শ্যুটিং করছিলাম…।” তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রসঙ্গ পরিবর্তন করে বিদ্যা বালানের প্রসঙ্গ টেনে আনেন। হেসে উড়িয়ে দিয়ে রীতিমতো চাপেই কার্তিক জিজ্ঞাসা করেন, “এটা নিশ্চয়ই লাইভ তো ছিল না?”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2024 6:15 PM IST










