Kartik Aaryan: গোয়ায় রহস্যময়ী সুন্দরীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন কার্তিক আরিয়ান, কে এই লাস্যময়ী? নেটদুনিয়ায় ছবি ভাইরাল হতেই তোলপাড়
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Kartik Aaryan: নেটিজেনরা নিশ্চিত যে অভিনেতা একা ভ্রমণ করছেন না, ইউজাররা দাবি করেছেন যে একই সমুদ্র সৈকতে একজন রহস্যময়ী সুন্দরীকেও ছুটি কাটাতে দেখা গিয়েছে।
মুম্বই: সম্প্রতি গোয়ায় ভ্রমণের ছবি রেডিটে ছড়িয়ে পড়ার পর অভিনেতা কার্তিক আরিয়ান আবারও সোশ্যাল মিডিয়ার জল্পনার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছেন। নেটিজেনরা নিশ্চিত যে অভিনেতা একা ভ্রমণ করছেন না, ইউজাররা দাবি করেছেন যে একই সমুদ্র সৈকতে একজন রহস্যময়ী সুন্দরীকেও ছুটি কাটাতে দেখা গিয়েছে।
কার্তিক গোয়া থেকে সমুদ্র সৈকতে আরাম করে সময় কাটানোর একটি ছবি শেয়ার করার পর আলোচনা আরও জোরদার হয়। এর কিছুক্ষণ পরেই রেডিট ইউজাররা উল্লেখ করেন যে করিনা কুবলিউত নামের একজন মহিলা, যিনি গ্রিস থেকে এসেছেন, তিনিও একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন। ছবিগুলির তুলনামূলক স্ক্রিনশটগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে, ইউজাররা জায়গার মিল তুলে ধরেন, যার মধ্যে সমুদ্র সৈকতের সেটআপ, লাউঞ্জার এবং এমনকি একই রকম তোয়ালেও অন্তর্ভুক্ত ছিল।
advertisement
আরও পড়ুন-২০২৬ সালে কাঁপবে দুনিয়া…! উঠবে বিরাট ঝড়,’ভাগ্যবান’ ৫ রাশির পোয়া বারো, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন
রেডিট থ্রেড অনুসারে ইউজাররা ছবিগুলোর তুলনা করে দাবি করছেন যে সমুদ্র সৈকতের বেড, সমুদ্রের কোণ এবং তোয়ালের প্যাটার্ন দুটি পোস্টেই এক। এর ফলে জল্পনা শুরু হয়েছে যে কার্তিক এবং ওই মহিলা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। কিছু ইউজার এমনকি এটাও দাবি করেছেন যে ছবিগুলো অনলাইনে ভাইরাল না হওয়া পর্যন্ত কার্তিক সোশ্যাল মিডিয়ায় মহিলাকে ফলো করছিলেন। তবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে নিউজ১৮ স্বাধীনভাবে এই দাবি বা অনলাইনের অনুমানের সত্যতা যাচাই করেনি।
advertisement
advertisement
আরও পড়ুন-জানুয়ারিতেই ‘তুলকালাম’…! সূর্য-মঙ্গল-বুধ-শুক্র চার গ্রহের গোচরে বিরল সংযোগ, চতুর্গ্রহী যোগে ৩ রাশি ‘কোটিপতি’, কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা
এই মহিলা সম্পর্কে খুব কম তথ্যই এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, যদিও রেডিট ইউজাররা দাবি করছেন যে তিনি বর্তমানে যুক্তরাজ্যে পড়াশোনা করছেন। কোনও পক্ষের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় অনলাইনে এই আলোচনা এখনও জল্পনা-কল্পনা হিসেবেই থেকে গিয়েছে। কার্তিক আরিয়ান এখনও পর্যন্ত ভাইরাল এই আলোচনার বিষয়ে কোনও মন্তব্য করেননি।
advertisement
যাই হোক, ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনের মাঝে কার্তিক সম্প্রতি প্রাক্তন অনন্যা পান্ডের বিষয়ে খোলামেলা ভাবে কথা বলেছেন। অনন্যা পান্ডের সঙ্গে তাঁর অতীতের সম্পর্কের কথা স্মরণ করে নায়ক ফিল্মফেয়ারকে বলেন যে সময় তাঁদের দুজনকেই বিকশিত হতে সাহায্য করেছে।
‘ও আর আমি একে অপরকে বুঝতে পারি। এটা একটা যাত্রা ছিল। আমাদের জীবনে অনেক মুহূর্ত কেটেছে, আমরা উত্থান-পতন দেখেছি। আর কোথাও না কোথাও আমি বুঝতে পেরেছি যে আমরা দুজনেই ব্যক্তি হিসেবে সত্যিই বিকশিত হয়েছি এবং বেড়ে উঠেছি,’ কার্তিক বলেছেন।
advertisement
সব ব্রেকআপের শেষ তিক্ততায় হয় না, এই বিষয়ে জোর দিয়ে কার্তিক আরও বলেন, ‘আমার আর অনন্যার সম্পর্ক কখনই ঘৃণা বা ভালবাসা-ঘৃণার ছিল না। জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, এটা সবসময়ই ভালবাসা, ভালবাসা, ভালবাসা। ওর প্রতি আমার সবসময়ই একটা নরম মনোভাব ছিল এবং আমি বিশ্বাস করতে চাই যে আমার প্রতিও ওর একটা নরম মনোভাব আছে।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 12:22 PM IST










