Karisma Kapoor: একটা হিল জুতোর এত দাম? করিশমা কাপুরের এই জুতোর দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor: সম্প্রতি একটি হিল জুতোর জন্য করিশমা কাপুর বিশেষ ভাবে নজর কেড়েছেন। কেন, কারণ সেই হিল জুতোটির দাম।
মুম্বই: সিলভার স্ক্রিনের নায়িকা, ফ্যাশন ডিভা, কাপুর পরিবারের মেয়ে করিশমা কাপুর। বলিউডের কাজে সেভাবে জড়িত না থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। মাঝে মাঝে নানা ধরনের পোশাকে ফ্যাশনিস্তা করিশমা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন।
নায়িকার নিজের বয়সকে ধরে রেখে ফ্যাশন দুনিয়ায় নিত্যনতুন ঝলক দেখতে ভালবাসেন ভক্তরাও। তাই প্রচুর লাইক ও কমেন্ট থাকে করিশমার পোস্টে। তবে সম্প্রতি একটি হিল জুতোর জন্য করিশমা কাপুর বিশেষ ভাবে নজর কেড়েছেন। কেন, কারণ সেই হিল জুতোটির দাম।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়ে করেই চার সন্তানের মা হন কবিতা কৃষ্ণমূর্তি, জীবন আমূল বদলে যায়! গায়িকার জীবনের এই ঘটনা জানলে চমকে যাবেন
সরষের তেলের রঙের স্যাটিন হিল জুতো পায়ে ছবি শেয়ার করেছিলেন করিশমা। জিমি চু কোম্পানির সেই হিল জুতোর প্রোডাক্ট ডিটেলসে লেখা রয়েছে সেটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এই হিল জুতোটির দাম ১.২ লক্ষ টাকা। ইতালিতে তৈরি এই হিল জুতোয় কার্ভড হিল রয়েছে ৪.৯ ইঞ্চি মাপের।
advertisement
আরও পড়ুন: উধাও শীত, কোথাও ঝমঝমিয়ে- কোথাও হাল্কা ঝড়-বৃষ্টির পূর্বভাস আগামী ২৪ ঘণ্টায়, আবহাওয়ার বড় খবর
এই জুতোর থেকেও জুতোর দাম বেশি নজর কেড়েছে ভক্তদের। তবে ফ্যাশনিস্তা হিসেবে ফের একবার নিজেকে জনপ্রিয় করে তুলেছেন করিশমা কাপুর। হিল জুতোর সঙ্গে নীল স্কার্ট ও লাল শার্টের মিশেল ছিল করিশমার পরণে। ছবি, জুতোর দাম সব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 10:31 PM IST