#মুম্বই: তাঁর নিজেরই যথেষ্ট পরিচয় আচে ৷ একদিকে কাপুর পরিবারের মেয়ে তো অন্যদিকে নবাব বাড়ির বউ ৷ এছাড়াও সব থেকে বড় পরিচয় যেটি হল সেটি তিনি করিনা কাপুর খান ৷ বলিউডের এমন এক নায়িকা যাঁর সৌন্দর্যে মজেছেন অনেকেই ৷ তিনি বহু পরিবারের রাতের ঘুম কেড়েছেন ৷ রিফিউজি থেকে বলিউডে পা রেখেছেন করিনা তারপর একে একে সুপারহিট ছবিতে মন জয় করেছেন সবারই ৷
View this post on InstagramWishing Ramadhan al Mubarak to all my Muslim Friends!! Happy Fasting
কভি খুশি কভি গম, মুঝসে দোস্তি করোগি, কিঁউ কী, থ্রি ইডিয়টস, বজরঙ্গি ভাইজান-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ করিনার এই পরিচয়ের বাইরে আরও এক পরিচয় রয়েছে সেটি হল তিনি ছোট্ট তৈমুরের মা ৷ তাঁর ছেলে তৈমুর এই ছোট্ট বয়স থেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ ৷ সারা পৃথিবী জুড়ে যখন করোনা ভাইরাস নিয়ে এক কঠিন সময়ের সৃষ্টি হয়েছে ৷ লকডাউনের আওতায় বিশ্বের বেশিরভাগ দেশই ৷ ভারতেও লকডাউন, ঘরে থেকেই দেশকে করোনা যুদ্ধে জয়ী করার দায়িত্ব প্রতিটি ভারতবাসীরই ৷ এরই মাঝে গতকালই অর্থাৎ বৃহস্পতিবার শুরু হয়েছে পবিত্র রমজান মাস ৷
সেই রমজান উপলক্ষেই সবাই অনেক শুভেচ্ছা জানিয়েছেন বেব ৷ ইনস্টাগ্রামে তাঁর করা পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ যদিও এবারের রমজানের নমাজ বাড়িতে বসেই পাঠ করার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ সবার আগে করোনা মুক্ত হোক দেশ ৷ লড়াই এখনও করতে হবে ৷ এখনও লড়তে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena Kapoor Khan, Ramzan