Kardashian’s Met Gala 2021 Look : আপাদমস্তক আবৃত কালো কাপড়ে ! কিম কার্দাশিয়াঁর মেট গালা সাজে হতবাক করিনা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কিম কার্দাশিয়াঁর মেট গালা-র লুকে (Kardashian’s Met Gala 2021 Look) হতভম্ব করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ৷
মুম্বই : কিম কার্দাশিয়াঁর মেট গালা-র লুকে (Kardashian’s Met Gala 2021 Look) হতভম্ব করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ৷ টেলিভিশন তারকা কিম প্রতি বছর তাঁর অদ্ভুত সাজে সকলকে চমকে দেন ৷ এ বছরও তার ব্যতিক্রম হয়নি ৷
মঙ্গলবার কিম মেট গালা-র (Met Gala 2021) রেড কার্পেটে হেঁটে গেলেন সর্বস্ব কালো পোশাকে মুড়ে ৷ আপাদমস্তক তিনি আবৃত ছিলেন কালো কাপড়ে ৷ আসলে তিনি একটি বডিস্যুট-সমেত কার্ভ টিশার্ট পরেছিলেন ৷ তার উপর আরও একটি কালো টিশার্ট ছিল তাঁর পরনে ৷ চুল বেঁধেছিলেন পনিটেলে ৷
তাঁর এই সাজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনা ৷ ছবির উপর লিখেছেন, ‘ক্যয়া হো রহা হ্যায়?’ অর্থাৎ বিস্মিত করিনার প্রশ্ন, চারদিকে এ কী হচ্ছে ? তার পাশে ছিল কনফিউজড ইমোজি ৷
advertisement
advertisement
কী হচ্ছে, করিনার মতো বুঝতে পারছেন না অনেক নেটিজেনই ৷ সামাজিক মাধ্যমে তিনি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন ৷ ট্যুইটারে পূর্ণাঙ্গ আবৃত কিমকে ঘিরে মিমের বন্যা বয়ে যায় ৷ কোনও ট্যুইটারেত্তি মজা করে লেখেন, ‘‘আমার মনে হচ্ছে কিম ব্রণ ঢাকতে এই পোশাক পরেছেন কিম ৷ এবং এটাই তাঁর কাছে ‘ফ্যাশন’ ৷’’ তবে কিমের পাশে একজন পুরুষসঙ্গীও ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে ৷ তাঁর পরিচয় নিয়েও জল্পনা চলছে নেটিজেনমহলে ৷
advertisement
আরও পড়ুন : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়
গত বছর কোভিড পরিস্থিতিতে বাতিল হয়ে যায় মেট গালা ৷ এ বছরও নির্দিষ্ট সময় অর্থাৎ মে মাসের প্রথম সোমবার থেকে বেশ কিছুটা পিছিয়েই শুরু হল গ্ল্যামারাস মেট গালা ৷
advertisement
এই অনুষ্ঠানে কিমের পোশাক দেখে প্রতিক্রিয়া জানানো করিনাও একাধিক সময়ে ট্রোলিংয়ের শিকার হয়েছেন ৷ সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন পর্দায় ‘সীতা’-র ভূমিকায় অভিনয় করার সুযোগ হারিয়ে ৷ কাজের দিকে করিনাকে খুব শীঘ্র দেখা যাবে আমির খানের বিপরীতে ‘লাল সিং চড্ডা’ ছবিতে ৷ এ বছর বড়দিনের সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা ৷ এ ছাড়াও করিনা অভিনয় করছেন করণ জোহরের ‘তখত’ ছবিতে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 12:36 AM IST