Kardashian’s Met Gala 2021 Look : আপাদমস্তক আবৃত কালো কাপড়ে ! কিম কার্দাশিয়াঁর মেট গালা সাজে হতবাক করিনা

Last Updated:

কিম কার্দাশিয়াঁর মেট গালা-র লুকে (Kardashian’s Met Gala 2021 Look) হতভম্ব করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ৷

মুম্বই : কিম কার্দাশিয়াঁর মেট গালা-র লুকে (Kardashian’s Met Gala 2021 Look) হতভম্ব করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ৷ টেলিভিশন তারকা কিম প্রতি বছর তাঁর অদ্ভুত সাজে সকলকে চমকে দেন ৷ এ বছরও তার ব্যতিক্রম হয়নি ৷
মঙ্গলবার কিম মেট গালা-র (Met Gala 2021) রেড কার্পেটে হেঁটে গেলেন সর্বস্ব কালো পোশাকে মুড়ে ৷ আপাদমস্তক তিনি আবৃত ছিলেন কালো কাপড়ে ৷ আসলে তিনি একটি বডিস্যুট-সমেত কার্ভ টিশার্ট পরেছিলেন ৷ তার উপর আরও একটি কালো টিশার্ট ছিল তাঁর পরনে ৷ চুল বেঁধেছিলেন পনিটেলে ৷
তাঁর এই সাজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনা ৷ ছবির উপর লিখেছেন, ‘ক্যয়া হো রহা হ্যায়?’ অর্থাৎ বিস্মিত করিনার প্রশ্ন, চারদিকে এ কী হচ্ছে ? তার পাশে ছিল কনফিউজড ইমোজি ৷
advertisement
advertisement
কী হচ্ছে, করিনার মতো বুঝতে পারছেন না অনেক নেটিজেনই ৷ সামাজিক মাধ্যমে তিনি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন ৷ ট্যুইটারে পূর্ণাঙ্গ আবৃত কিমকে ঘিরে মিমের বন্যা বয়ে যায় ৷ কোনও ট্যুইটারেত্তি মজা করে লেখেন, ‘‘আমার মনে হচ্ছে কিম ব্রণ ঢাকতে এই পোশাক পরেছেন কিম ৷ এবং এটাই তাঁর কাছে ‘ফ্যাশন’ ৷’’ তবে কিমের পাশে একজন পুরুষসঙ্গীও ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে ৷ তাঁর পরিচয় নিয়েও জল্পনা চলছে নেটিজেনমহলে ৷
advertisement
আরও পড়ুন : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়
গত বছর কোভিড পরিস্থিতিতে বাতিল হয়ে যায় মেট গালা ৷ এ বছরও নির্দিষ্ট সময় অর্থাৎ মে মাসের প্রথম সোমবার থেকে বেশ কিছুটা পিছিয়েই শুরু হল গ্ল্যামারাস মেট গালা ৷
advertisement
এই অনুষ্ঠানে কিমের পোশাক দেখে প্রতিক্রিয়া জানানো করিনাও একাধিক সময়ে ট্রোলিংয়ের শিকার হয়েছেন ৷ সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন পর্দায় ‘সীতা’-র ভূমিকায় অভিনয় করার সুযোগ হারিয়ে ৷ কাজের দিকে করিনাকে খুব শীঘ্র দেখা যাবে আমির খানের বিপরীতে ‘লাল সিং চড্ডা’ ছবিতে ৷ এ বছর বড়দিনের সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা ৷ এ ছাড়াও করিনা অভিনয় করছেন করণ জোহরের ‘তখত’ ছবিতে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kardashian’s Met Gala 2021 Look : আপাদমস্তক আবৃত কালো কাপড়ে ! কিম কার্দাশিয়াঁর মেট গালা সাজে হতবাক করিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement