Animal Movie Review: ‘অ্যানিম্যাল’ দেখে নিজের মতামত জানানোর পর থেকেই প্রচুর মানুষের ফোন; কেন এমনটা বললেন করণ জোহর
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Animal Movie Review: এই ছবির বিরুদ্ধে বারবার নারী বিদ্বেষ এবং কঠোর পুরুষতান্ত্রিকতা প্রচার করার অভিযোগ উঠেছে। এবার সেই ছবির প্রসঙ্গে নিজের মতামত ভাগ করে নিলেন জনপ্রিয় চিত্রপরিচালক করণ জোহর।
মুম্বই: গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। যা নিয়ে তুমুল হইচই হচ্ছে। আর সারা বিশ্বে প্রচুর সাফল্য পেয়েছে ছবিটি। সম্প্রতি News18 Showsha Reel Awards 2024-এ সেরা ছবি বা বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। এই ছবির বিরুদ্ধে বারবার নারী বিদ্বেষ এবং কঠোর পুরুষতান্ত্রিকতা প্রচার করার অভিযোগ উঠেছে। এবার সেই ছবির প্রসঙ্গে নিজের মতামত ভাগ করে নিলেন জনপ্রিয় চিত্রপরিচালক করণ জোহর। মূলত বিষয়ের দিক থেকে দৃষ্টিভঙ্গির জন্যই এই ছবিটি তাঁর ভাল লেগেছে। এমনটাই জানালেন তিনি।
‘ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৪’-এর মঞ্চে করণ ওই ছবিটির বিষয়ে খোলামেলা আলোচনা করলেন। তিনি বলেন, “অ্যানিম্যাল নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। মানুষ নিজেদের মতামত পোষণ করেছেন। কেউ কেউ একে সমর্থন করেছেন, তো কেউ বা এর বিরোধিতা করেছেন — স্বয়ং পরিচালক তাঁর নিজের মতামত নিয়ে যথেষ্ট পরিষ্কার এবং স্বচ্ছ। ব্যক্তিগত ভাবে, সত্যিই সৎ ভাবে বলতে গেলে একটি চরিত্রের উপর ভিত্তি করেই ছবিটিকে ক্যারেক্টার ফিল্ম হিসেবে দেখছি আমি। সেই চরিত্রটি আসলে গভীর ভাবে অকার্যকর, হিংস্র-নৃশংস, তাঁর আবেগপ্রবণতা এবং সংবেদনশীলতার ক্ষেত্রেও একাধিক সমস্যা রয়েছে। আর তাঁকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা আমার পছন্দ হয়েছে।”
advertisement
advertisement
করণ জোহর আরও বলেন, “আমি ওই ছবির নীতিগত বিষয়টার গভীরে যাইনি — যেভাবে বিষয়টি বর্ণনা করা হয়েছে এবং চিত্রপরিচালক যেভাবে সাউন্ড ডিজাইন, স্ক্রিনপ্লে সংলাপ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট মাধ্যমে গল্পটিকে তুলে ধরেছেন, তাতে আমি রীতিমতো ভেসে গিয়েছি। একজন পরিচালক হিসেবে আমার ভাল লেগেছে।”
advertisement
এখানেই শেষ নয়, অ্যানিম্যাল নিয়ে বক্তব্য রাখার পরে তাঁর কাছে প্রচুর ফোন কল এসেছে বলেও জানান করণ। তাঁর কথায়, “অনেকেই আমায় কল করেছেন। নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ আমাকে সমর্থন করেছেন, তো কেউ বিরোধিতা। তবে ওই ছবিটি দেখার বিষয়ে আমি আমার আবেগ-অনুভূতির দিক থেকে যথেষ্ট সৎ। যদি কেউ আমার মতামত প্রসঙ্গে সমালোচনাও করেন, সেটাও আমি খোলা মনে গ্রহণ করব। আবার কেউ যদি সেই মতামতকে সমর্থন করেন, সেটাও আমি খোলা মনে গ্রহণ করব।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 5:28 PM IST