#মুম্বই: যৌনতা নিয়ে বরাবরই সোজাসাপটা কথা বলতে ভালবাসেন পরিচালক করণ জোহর ৷ তাই তো অটোবায়োগ্রাফি ‘আনসুইটেবল বয়’-এ নিজেই স্পষ্ট জানিয়ে ছিলেন সমকামী হওয়ার কথা ৷ তবে এবার নিজের কথা নয়, যৌনতা নিয়ে ভারতীয় ভাবনাকেই চ্যালেঞ্জ করে বসলেন করণ !
সমকামিতা অপরাধ নয় ! সম্প্রতি ৩৭৭ ধারাকে বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এ দেশে সমকামিতা অপরাধ নয় ৷ সুপ্রিম কোর্টে এই রায়কে কুর্ণিশ জানিয়ে ট্যুইটারে শুভেচ্ছাও পোস্ট করেছিলেন করণ জোহর ৷ তবে সেই পোস্ট নিয়ে নয়, বরং একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, করণ জানিয়েছেন ‘যতই ৩৭৭ বাতিল হোক না কেন ৷ ভারতে কোনও কিছু বদলাবে না ৷ আসলে ভারতে সেক্স নিয়ে কোনও আলোচনাই হয় না ৷ ভারতের মানুষ সেক্স নিয়ে আসলে কিচ্ছু জানে না ! সেক্স নিয়ে আরও সচেতনতা দরকার আমাদের দেশে !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 377, Homosexuality, Karan johar, Sex