যৌনজীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করণ জোহরের !

Last Updated:

করণ জোহর সমকামী নাকি নয় ? গোটা বলিউড জুড়ে এ প্রশ্ন বার বার শুনতে হয়েছে করণ জোহরকে ৷ এমনকী, তাঁর উত্তর শোনার আগেই,

#মুম্বই: করণ জোহর সমকামী নাকি নয় ? গোটা বলিউড জুড়ে এ প্রশ্ন বার বার শুনতে হয়েছে করণ জোহরকে ৷ এমনকী, তাঁর উত্তর শোনার আগেই, করণ জোহরকে সমকামী হিসেবে চিহ্নিত করে ফেলেছে দুনিয়ার মানুষ ৷ তবে এতদিন নিজের যৌনজীবন নিয়ে খুব একটা পরিষ্কার কথা না বললেও, এবার সোজাসপাট করণ বললেন মনের কথা ৷ তবে শুধুই মৌখিক নয় ৷ বরং কলম ধরলেন নিজের জীবন নিয়ে ৷
জলদিই প্রকাশিত হবে করণ জোহরের বায়োগ্রাফি ‘দ্য আনসুইটেবল বয়’ ৷ আর এই বায়োগ্রাফিতেই নিজের যৌন জীবন নিয়ে পরিষ্কার বলেছেন করণ৷
সম্প্রতি নিজের বায়োগ্রাফির কথা তুলে এক অনুষ্ঠানে করণ জোহর জানিয়েছেন, ‘সবাই আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে জানেন ৷ আমার নিজের আর বলার দরকার নেই ৷ আমি এমন এক দেশে বাস করি, যেখানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টশন বললে, পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে ৷ তাই যখন সবাই জানে, নতুন করে আর কিছুই বলতে চাই না ! ’
advertisement
advertisement
কথায় কথায়, শাহরুখ ও করণকে ঘিরে সম্পর্কের গুঞ্জন নিয়েও সোজাসুজি জানালেন করণ ৷ করণ সোজাসুজি বললেন, ‘শাহরুখ আমার কাছে বড় দাদার মতো ৷ কখনও কখনও অভিভাবকও ৷’
করণের কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় সমকামী নিয়ে কথা উঠলেই আমাকে নিয়ে কথা শুরু হয় ৷ আমি যেন সমকামীতার ব্যাপারে এই দেশের আইকন হয়ে গিয়েছি ৷ যেন পোস্টার বয় হয়ে গিয়েছি ৷ আগেও বলেছি, যৌনতার ব্যাপারে আমি বরাবরই পিছিয়ে ৷ ’
বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌনজীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করণ জোহরের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement