কী কেচ্ছা কী কেচ্ছা! কাপুর পরিবারের বউ, কাকা-শ্বশুরের সঙ্গে 'মাখোমাখো রোম্যান্স', স্বামীর 'পরকীয়া' জেনেও আপত্তি করেননি! সুপারস্টারের মায়ের 'গোপন কথা'

Last Updated:

বিয়ের পাঁচ বছর আগে শশী কাপুরের সঙ্গে কাজ করেছিলেন। একটি ব্লকবাস্টার ছবিতে শশী কাপুরের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিটি হিট হয়েছিল এবং এই জুটি চর্চিতও ছিল।

News18
News18
advertisement
কাপুর পরিবারে বিয়ে করেছেন বহু সুপারস্টার নায়িকা। কিন্তু আপনি জেনে অবাক হবেন এমন একজনের কথা যিনি তাঁর শ্বশুরের সঙ্গেও কাজ করেছেন। শুধু কাজ না। ভরপুর রোম্য়ান্স। তিনি আর কেউ নন, নীতু কাপুর। বিয়ের পাঁচ বছর আগে শশী কাপুরের সঙ্গে কাজ করেছিলেন। একটি ব্লকবাস্টার ছবিতে শশী কাপুরের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিটি হিট হয়েছিল এবং এই জুটি চর্চিতও ছিল। শশী কাপুরের সঙ্গে নীতু সিংয়ের বিখ্যাত গান ‘কাহুঁ তুমহেঁ ইয়া চুপ রাহুঁ’ শোনেনি এমন লোক কমই আছে। এতে দুজনকেই কিন্তু ভরপুর রোমান্স করতে দেখা গিয়েছে।
advertisement
তবে যখন শশী কাপুর, অমিতাভ বচ্চন, নীতু কাপুর এবং পারভীন ববি দিওয়ার (১৯৭৫) ছবিতে অভিনয় করেছিলেন তখন নীতু কাপুর পরিবারের পুত্রবধূ হননি। তিনি ১৯৮০ সালে ঋষি কাপুরকে বিয়ে করেছিলেন। নীতু কাপুর সেই অভিনেত্রীদের একজন যিনি শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। স্বামী ঋষি কাপুরের সঙ্গেও ১২টি ছবিতেও কাজ করেছিলেন। এরপর দুজনের বিয়ে। বিয়ের পর নীতু কাপুর তাঁর কেরিয়ারের দিকে গুরুত্ব দেননি। কিন্তু ঋষি কাপুরের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিনি খুবই বিরক্ত ছিলেন। একটি সাক্ষাৎকারে, নীতু বলেছিলেন যে তিনি অন্য নায়িকাদের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা সম্পর্কে জানতেন।
advertisement
নীতু খুব ভাল করেই জানতেন যে ঋষি কাপুর অন্য নায়িকাদের সঙ্গে ফ্লার্ট করতেন। প্রথমে এই বিষয়গুলো নিয়ে ঝগড়া হত। নীতুর শেষ ছবি ছিল ১৯৮৩ সালে ‘গঙ্গা মেরি মা’। বিয়ে এবং মা হওয়ার পর তিনি ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। তারপর ২০০৯ সালে তিনি বলিউডে ফিরে আসেন। ‘দো দুনি চার’ (২০১০), ‘জব তক হ্যায় জান’ (২০১২) এবং ‘বেশরম’ (২০১৩), জুগ জুগ জিওর মতো ছবিতে কাজ করেন তিনি।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী কেচ্ছা কী কেচ্ছা! কাপুর পরিবারের বউ, কাকা-শ্বশুরের সঙ্গে 'মাখোমাখো রোম্যান্স', স্বামীর 'পরকীয়া' জেনেও আপত্তি করেননি! সুপারস্টারের মায়ের 'গোপন কথা'
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement