Kapil Sharma: 'শো-তে আমাকে যা খুশি বলে', কপিল শর্মার সেটে 'টিজিং' নিয়ে মুখ খুললেন অর্চনা পূরণ সিং! যা বললেন জানলে চমকে যাবেন

Last Updated:

Kapil Sharma Archana Puran Singh: অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার, কিকু শারদা এবং রাজীব ঠাকুর সহ কপিল শর্মা এবং তাঁর দল নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো নামে একটি নতুন শো নিয়ে আসতে চলেছে।

অর্চনা পূরণ সিং ও কপিল শর্মা
অর্চনা পূরণ সিং ও কপিল শর্মা
মুম্বই: অর্চনা পূরন সিং, কৃষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার, কিকু শারদা এবং রাজীব ঠাকুর-সহ কপিল শর্মা এবং তাঁর দল নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো নামে একটি নতুন শো নিয়ে আসতে চলেছে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে অর্চনা মন্তব্য করেছেন যে, কপিল বছরের পর বছর এই ইন্ডাস্ট্রিতে থেকে আদৌ বদলেছেন কি না। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের অংশ হিসেবে কপিলের প্রথম দিন থেকেই তাঁরা একে অপরকে চেনেন।
অর্চনা জানিয়েছেন যে, স্ট্যান্ডআপ-কমেডিয়ান টার্ন শো হোস্ট এবং অভিনেতা কপিল এত বছর পরেও একেবারেই অপরিবর্তিত রয়েছেন। তিনি আরও বলেন, “কপিলকে ধন্যবাদ যে সে একটুও বদলায়নি। তবে তার কমেডির স্তর আগের চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছে, অন্যথায় কোনও পরিবর্তন নেই”। কপিল যে শিকড় থেকে এসেছেন, অর্চনাও জীবনের সেই স্তর পেরিয়েই এখানে পৌঁছেছেন। অর্চনা জানান, কপিলের মতো তিনি একটি ছোট শহরেই বড় হয়ে উঠেছেন। তবে কপিলের হৃদয় অনেক বড়, অর্চনার ভাষায়, ‘আমি কপিলকে যতদূর জানি, সে মোটেও বদলায়নি।’
advertisement
আরও পড়ুন: বিতর্কে জেরবার, ‘প্রার্থনা’য় প্রার্থী দিলীপ ঘোষ! যা চাইলেন, শুনে তাজ্জব হয়ে যাবেন
তিনি আরও বলেন যে, কপিল প্রায়শই তাঁকে টিজ করেন, ঠিক যেমন আগেও শোতেও করতেন। তবে তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। অর্চনা জানান, “কপিল আমাকে নিয়ে অনেক মজা করে, অন্যান্য শোতে কাজ করার সময়েও কপিল একইভাবে মজা করতেন। আমাদের সকলের মধ্যে এত বেশি পারস্পরিক শ্রদ্ধা রয়েছে যে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক নেই। এটিই আসলে কপিলের দুর্দান্ত গুণ যে কারণে তাঁর সেটে কোনও নেতিবাচকতা থাকে না। আমাদের ভালবাসা আজও একই রকম আছে। কপিল জনসাধারণের কাছে যে ছোট শহরের উপাদান কমেডিতে নিয়ে এসেছে তা দেশের এক অমূল্য উপাদান।”
advertisement
advertisement
আরও পড়ুন: সকাল-বিকেল এক কাপ চা লাগেই! এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন?
অন্য দিকে, মা নীতু কাপুর এবং বোন ঋদ্ধিমা কাপুর সাহনির সঙ্গে শোতে প্রথম অতিথি রূপে রণবীর কাপুর বলেছেন যে তিনি শীঘ্রই কপিল শর্মার শোতে তাঁর মেয়ে রাহা কাপুর এবং স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে আসবেন। প্রকাশিত একটি নতুন প্রোমোতে, রণবীরকে বাবা হওয়ার বিষয়ে নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma: 'শো-তে আমাকে যা খুশি বলে', কপিল শর্মার সেটে 'টিজিং' নিয়ে মুখ খুললেন অর্চনা পূরণ সিং! যা বললেন জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement