Kantara 2 Teaser: 'কান্তারা ২'তে বিরাট চমক! ঋষভের লুকে মুগ্ধ অনুরাগীরা

Last Updated:

'কান্তারা ২'-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। নির্মাতারা নাম দিয়েছেন 'কান্তারা লেজেন্ড: চ্যাপ্টার ১'।

অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টির সুপারহিট কন্নড় ছবি ‘কান্তারা’ ২০২২ সালে মুক্তি পায়। শুধু পরিচালনা নয়, অভিনয় দিয়েও ছুঁয়ে গিয়েছিলেন সকলের মন। কর্ণাটকে এটি ব্লকবাস্টার হওয়ার পর, সারা দেশে নানা ভাষায় মুক্তি পায় এই ছবি। পুরো দেশে এই ছবি প্রশংসিত হয়। পাশাপাশি বানিজ্যিক ভাবেও ভীষণ ভাবে সফল হয়। তারপর থেকেই অনেকে ছবিটির সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর পরবর্তী ছবির ঘোষণা করা হয়।
তখন থেকেই বহু অনুরাগীর উত্তেজনা ছিল তুঙ্গে। অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। অবশেষে অপেক্ষার অবসান, ‘কান্তারা ২’-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। নির্মাতারা নাম দিয়েছেন ‘কান্তারা লেজেন্ড: চ্যাপ্টার ১’।
advertisement
ছবির প্রথম লুকেই ঋষভ অন্য অবতারে। ঋষভের এক হাতে কুড়াল আর অন্য হাতে ত্রিশূল। কিছু লোক তাকে আক্রমণ করতে আসছে। ছবিটির পোস্টার শেয়ার করে ঋষভ শেঠি লিখেছেন, “স্বর্গীয় ভূমিতে পা রাখছি।” নির্মাতারা টিজারও প্রকাশ্যে এনেছেন। এই টিজারের শুরুতে আগের ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে।
advertisement
advertisement
ভিডিওটি শুরু হয় প্রথম ছবিতে শোনা বিখ্যাত এবং পরিচিত গর্জন দিয়ে। ছবির টিজার অনুয়ায়ী ভবিষ্যতের সঙ্গে অতীতের সংযোগ দেখানো হয়েছে। তারপর নতুন গল্পের এক ঝলকও দেখানো হয়েছে। এরপরই সামনে আসে ঋষভ শেঠির ভয়ঙ্কর লুক। তাঁর এই লুকে মুগ্ধ অনুরাগীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kantara 2 Teaser: 'কান্তারা ২'তে বিরাট চমক! ঋষভের লুকে মুগ্ধ অনুরাগীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement