Kantara 2 Teaser: 'কান্তারা ২'তে বিরাট চমক! ঋষভের লুকে মুগ্ধ অনুরাগীরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
'কান্তারা ২'-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। নির্মাতারা নাম দিয়েছেন 'কান্তারা লেজেন্ড: চ্যাপ্টার ১'।
অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টির সুপারহিট কন্নড় ছবি ‘কান্তারা’ ২০২২ সালে মুক্তি পায়। শুধু পরিচালনা নয়, অভিনয় দিয়েও ছুঁয়ে গিয়েছিলেন সকলের মন। কর্ণাটকে এটি ব্লকবাস্টার হওয়ার পর, সারা দেশে নানা ভাষায় মুক্তি পায় এই ছবি। পুরো দেশে এই ছবি প্রশংসিত হয়। পাশাপাশি বানিজ্যিক ভাবেও ভীষণ ভাবে সফল হয়। তারপর থেকেই অনেকে ছবিটির সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর পরবর্তী ছবির ঘোষণা করা হয়।
তখন থেকেই বহু অনুরাগীর উত্তেজনা ছিল তুঙ্গে। অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। অবশেষে অপেক্ষার অবসান, ‘কান্তারা ২’-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। নির্মাতারা নাম দিয়েছেন ‘কান্তারা লেজেন্ড: চ্যাপ্টার ১’।
advertisement
ছবির প্রথম লুকেই ঋষভ অন্য অবতারে। ঋষভের এক হাতে কুড়াল আর অন্য হাতে ত্রিশূল। কিছু লোক তাকে আক্রমণ করতে আসছে। ছবিটির পোস্টার শেয়ার করে ঋষভ শেঠি লিখেছেন, “স্বর্গীয় ভূমিতে পা রাখছি।” নির্মাতারা টিজারও প্রকাশ্যে এনেছেন। এই টিজারের শুরুতে আগের ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে।
advertisement
Step into the land of the divine 🔥
Presenting #KantaraChapter1 First Look & #Kantara1Teaser in 7 languages❤️🔥
▶️ https://t.co/GFZnkCg4BZ#Kantara1FirstLook #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @AJANEESHB @Banglan16034849 @KantaraFilm pic.twitter.com/2GmVyrdLFK
— Hombale Films (@hombalefilms) November 27, 2023
advertisement
আরও পড়ুন: বিয়ে করলেন পরমব্রত-পিয়া, পরিবার ও বিশেষ বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হল ‘ক্লোসড ডোর’ অনুষ্ঠান
ভিডিওটি শুরু হয় প্রথম ছবিতে শোনা বিখ্যাত এবং পরিচিত গর্জন দিয়ে। ছবির টিজার অনুয়ায়ী ভবিষ্যতের সঙ্গে অতীতের সংযোগ দেখানো হয়েছে। তারপর নতুন গল্পের এক ঝলকও দেখানো হয়েছে। এরপরই সামনে আসে ঋষভ শেঠির ভয়ঙ্কর লুক। তাঁর এই লুকে মুগ্ধ অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 7:55 PM IST