Nagabhushana Car Accident: নায়কের গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু! নিজেই হাসপাতালে পৌঁছে দিলেও হল না শেষরক্ষা, গ্রেফতার সুপারস্টার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nagabhushana Car Accident: তাঁদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন খোদ অভিনেতাই। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় মহিলার। ভদ্রলোকের পায়ে, মাথায় এবং পেটে আঘাত লেগেছে। এই মুহূর্তে তাঁর অস্ত্রোপচার চলছে।
বেঙ্গালুরু: কন্নড় অভিনেতা নাগাভূষণের গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহিলার। শনিবার রাতের ভয়াবহ পথদুর্ঘটনার পর শোরগোল পড়েছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। বেঙ্গালুরুর বসন্ত পুরা মেইন রোডে শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সুপারস্টার যখন উত্তরাহাল্লি থেকে কোনানাকুন্টে যাচ্ছিলেন গাড়ি চালিয়ে। দুর্ঘটনার পর গ্রেফতার হলেন নায়ক।
নাগাভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কুমারাস্বামী ট্রাফিক পুলিশ স্টেশনে। যেখানে অভিযোগপত্রে বলা হয়েছে, ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক দম্পতি। মহিলার বয়স ৪৮ বছর। পুরুষের বয়স ৫৮ বছর। তাঁদের ধাক্কা মারার পর একটি বৈদ্যুতিন পোলে গিয়ে ধাক্কা মারেন নায়ক।
advertisement
জানা গিয়েছে, তাঁদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন খোদ অভিনেতাই। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় মহিলার। ভদ্রলোকের পায়ে, মাথায় এবং পেটে আঘাত লেগেছে। এই মুহূর্তে তাঁর অস্ত্রোপচার চলছে।
advertisement
২০১৮ সালে প্রথমবার বড়পর্দায় অভিনয় করেন নাগাভূষণ। তার পর থেকে একাধিক ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। গত বছর ‘ইক্কত’-এ অভিনয় করে সিমা-র তরফে সেরা নবাগতর বিভাগে পুরস্কারও পেয়েছিলেন নাগাভূষণ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 4:37 PM IST