Death: মুহূর্তে শেষ হয়ে গেল জীবনটা...! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় পরিচালকের, পচাগলা দেহ উদ্ধার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক গুরুপ্রসাদ৷ মাত্র ৫২ বছর বয়সে রবিবার সকালে তাঁর বেঙ্গালুরু অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক গুরুপ্রসাদ৷ মাত্র ৫২ বছর বয়সে রবিবার সকালে তাঁর বেঙ্গালুরু অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সন্দেহ করছে যে তিনি দুই বা তিন দিন আগে আত্মহত্যা করে মারা গেছেন।
গত আট মাস ধরে উত্তর বেঙ্গালুরুর মদনায়কানাহাল্লি এলাকায় বসবাস করতেন৷ প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার পরেই তাঁর মৃত্যুর খবর জানা গেছে। নিজের বাড়ি থেকেই পরিচালকের পচাগলা দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য শুরু হয়েছে৷
advertisement
advertisement
সূত্রের মতে, গুরু প্রসাদ তার সর্বশেষ চলচ্চিত্র, রঙ্গনায়িকা, ট্যাঙ্ক হওয়ার পরে আর্থিক চাপের সম্মুখীন হয়েছিলেন, যার ফলে ঋণের বোঝা বাড়তে থাকে তাঁর। এই সংগ্রাম ধীরে ধীরে তাকে বিষণ্নতায় নিয়ে যায় বলে জানা গেছে। গুরু প্রসাদ, তার সফল চলচ্চিত্র মাতা (2006) এবং এডেলু মঞ্জুনাথ (2009) এর জন্য পরিচিত, এছাড়াও কন্নড় রিয়্যালিটি- শোতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সম্প্রতি তিনি আবারও বিয়ে করেন। আচমকা তাঁর আত্মহত্যার খবরে শোরগোল পড়ে গিয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
গুরুপ্রসাদ একজন উল্লেখযোগ্য কন্নড় চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার প্রথম চলচ্চিত্র, মাতা (2006), তার অনন্য গল্প বলার জন্য উল্লেখযোগ্য প্রশংসা লাভ করে। তিনি এটিকে অনুসরণ করেন এডেলু মঞ্জুনাথ (2009), একটি ডার্ক কমেডি যা তার সবচেয়ে পরিচিত কাজগুলির মধ্যে একটি হয়ে ওঠে এবং সেরা চিত্রনাট্যের জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2024 5:22 PM IST