Actress Car Accident: ব্রেকের বদলে একসালেরেটর! গাড়ি শিখতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার নায়িকা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি

Last Updated:

Actress Car Accident: অভিনেত্রী অসাবধানতাবশত ব্রেকের পরিবর্তে একসালেরেটরে চাপ দিয়ে ফেলেন। যার ফলে গাড়িটি সঙ্গে সঙ্গে সামনের একটি পোলে গিয়ে সজোরে ধাক্কা মারে।

ব্রেকের বদলে একসালেরেটর! বড় দুর্ঘটনার শিকার নায়িকা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি!
ব্রেকের বদলে একসালেরেটর! বড় দুর্ঘটনার শিকার নায়িকা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি!
হায়দরাবাদ: পথদুর্ঘটনার শিকার জনপ্রিয় অভিনেত্রী। ‘বিগ বস কন্নড়’-এর তারকা প্রতিযোগী সোনু গৌডা সম্প্রতি গাড়ি চালানো শেখার সময় একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। অভিনেত্রী অসাবধানতাবশত ব্রেকের পরিবর্তে একসালেরেটরে চাপ দিয়ে ফেলেন। যার ফলে গাড়িটি সঙ্গে সঙ্গে সামনের একটি পোলে গিয়ে সজোরে ধাক্কা মারে।
প্রতিবেদনে বলা হয়েছে যে দুর্ঘটনায় সোনুর হাত ও পায়ে সামান্য আঘাত লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। চলছে চিকিৎসা। যদিও ড্রাইভারের পরিচয়কে ঘিরে কিছু বিভ্রান্তি রয়েছে। কোনও কোনও রিপোর্টে বলা হয়েছে, আঘাত পেয়েছেন অভিনেত্রীর এক বন্ধু। গাড়িটি নায়িকার ভাইয়ের।
advertisement
advertisement
কিচ্ছা সুদীপ সঞ্চালিত ‘বিগ বস কন্নড়’-এর ওটিটি ভার্সনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সোনু। যেখানে তিনি ফাইনালে পৌঁছেছিলেন এবং শীর্ষ চার প্রতিযোগীর মধ্যে একজন হয়েছিলেন।
সোনু গৌডা সাম্প্রতিক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে আবার পর্দায় ফেরার জন্য অনুরোধ করছেন তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Car Accident: ব্রেকের বদলে একসালেরেটর! গাড়ি শিখতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার নায়িকা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement