Actor-Former IAS Officer Death: আচমকাই সব শেষ... চলে গেলেন ৭১ বছরের অভিনেতা, প্রাক্তন আইএএস অফিসারের প্রয়াণে শোক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor-Former IAS Officer Death: আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন শিবরাম। কিন্তু বুধবার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার পরেই শেষরক্ষা করা যায়নি। কন্নড় ছবির জগতে এই খবর যেন বড় ধাক্কা।
মুম্বই: প্রয়াত কন্নড় অভিনেতা কে শিবরাম। বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। যা জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু কোন রোগে ভুগছিলেন, সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন শিবরাম। কিন্তু বুধবার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার পরেই শেষরক্ষা করা যায়নি। কন্নড় ছবির জগতে এই খবর যেন বড় ধাক্কা। আচমকা এমন দুঃসংবাদে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।
advertisement
advertisement
শিবরামের পরিচয় কেবল একটি নয়। অভিনেতা হওয়ার আগে তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ছিলেন। আইএএস অফিসার। তিনি প্রথম কন্নড় যিনি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন কন্নড় ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে।
‘বা নল্লে মধুচন্দ্রকে’ দিয়ে কন্নড় সিনেমায় পা রেখেছেন তিনি। এরপর একে একে ‘বসন্ত কাব্য’, ‘সাংলিয়ানা’-র মতো সিনেমায় অভিনয় করে পরিচয় তৈরি করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 11:59 PM IST