#মুম্বই: কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের তরজা এখন তুঙ্গে। উদ্ভব ঠাকরেকে চ্যালেঞ্জ ছুড়েছেন কঙ্গনা। আর তার পরেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে ঠাকরে সরকার। কয়েক দিন আগেই শেখর সুমনের ছেলে অধ্যয়ন কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে এসেছেন। এক সময় এই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কয়েক দিন ধরেই বলিউডের মাদকচক্র যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। ভিকি কৌশল, রণবীর সিংয়ের নাম করে ড্রাগ টেস্ট করানোর কথা বলেছেন। তবে কঙ্গনার ড্রাগ নেওয়ার কথা সামনে আসতেই এবার উদ্ধব ঠাকরে সরকার নতুন পদক্ষেপ নিল। কঙ্গনার ড্রাগচক্রের সঙ্গে যোগ রয়েছে এই অভিযোগে মহারাষ্ট্রের গৃহমন্ত্রালয় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে। কয়েক দিন আগেই মাদক যোগের জন্য গ্রেফতার হয়েছেন বলি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সে সময় অনেক কথা বলেন কঙ্গনা। এমনকি কঙ্গনার মা কংগ্রেস ছেড়ে রাতারাতি যোগ দিয়েছেন বিজেপিতে। ঝড়ের বেগে বদলে যাচ্ছে কঙ্গনার জীবন। তবে তিনি ভয় পাওয়ার মেয়ে নন। তবে কঙ্গনার বিরুদ্ধে প্রমান পাওয়া গেলে রিয়ার মতো তাঁকেও জেলে যেতে হতে পারে। এবার ফের নতুন করে ভাবতে হচ্ছে কঙ্গনাকে।
প্রসঙ্গত, কঙ্গনা মুখ খুলেছিলেন সুশান্তের মৃত্যু নিয়ে। অভিযোগ করেছিলেন বলিউডের তাবড় তাবড় পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে। নেপোটিজম, বলিউডের ড্রাগচক্রের মতো বহু বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। এর পর থেকেই কঙ্গনা প্রাণের হুমকি পেতে শুরু করেন। ঘটনার সূত্রপাত দিনয়কয়েক আগে। বলিউডে নেপোটিজম এবং মাদক চক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। মুম্বইবাসীর ভাবাবেগে আঘাত করে এই মন্তব্য, এই যুক্তিতে প্রতিবাদে মুখর হয় শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে 'হারামখোর' ও বলেন। এই বিতণ্ডায় স্পষ্টই দু'ভাগ হয়ে যায় বলিউড। অনেকেই বলতে থাকেন, কঙ্গনা যেমন মুম্বইকে কদর্য আক্রমণ করছেন, তেমনই সঞ্জয়ের এই মন্তব্যও অত্যন্ত কুৎসিত।মুম্বইয়ের দিকে আঙুল তুলতে সঞ্জয় সপাটে বলেন, কঙ্গনার আর মুম্বই আসার দরকার নেই। দমবার পাত্রী নন কঙ্গনা। উত্তর ফিরিয়ে তিনিও সরাসরি বলেন, "আমার বাকস্বাধীনতা রয়েছে। যে কোনও প্রান্তে যাওয়ার অধিকারও রয়েছে।" কঙ্গনা একই সঙ্গে জানিয়ে দিয়েছিলেন তিনি ৯ সেপ্টেম্বর মুম্বইয়ে পা রাখতে চলেছেন। সেইমতো মুম্বই আসেন তিনি। এর পরই শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে দেয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কঙ্গনা রানাওয়াত মুখ খোলার পর থেকেই শিবসেনার সঙ্গে অভিনেত্রীর একাধিক ইস্যুতে সংঘাত শুরু হয়। গতকাল বুধবার কঙ্গনার মুম্বইয়ের অফিস ভেঙে দেয় বিমসি। যার প্রতিবাদ করেন ফের কঙ্গনা। ফেসবুকে সরাসরি ভিডিও পোস্ট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। এর পর থেকেই খেলা আন্য দিকে ঘুরতে থাকে।