শাহিদের চুমু খাওয়া ভালো লাগেনি, বিস্ফোরক মন্তব্য কঙ্গনা

Last Updated:

রেঙ্গুনের কিসিং সিনে প্রবল অস্বস্তি। সকাল হতেই তারস্বরে গান চলত রেঙ্গুনের সেটে।

#মুম্বই: রেঙ্গুনের কিসিং সিনে প্রবল অস্বস্তি। সকাল হতেই তারস্বরে গান চলত রেঙ্গুনের সেটে। ঘুমের হত দফারফা। কঙ্গনা রাওয়াতের মন্তব্য ঘিরে বলিউডে জলঘোলা। যদিও নায়কের পাশেই দাঁড়ালেন পরিচালক বিশাল ভরদ্বাজ।
রেঙ্গুন ছবিতে শাহিদ কাপুরকে কিস করাই না কি তাঁর সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। এমনকি নিজেকে সিনেমার তৃতীয় অভিনেতা বলেও দাবি করেন কঙ্গনা। তাঁর এইসব মন্তব্যের জেরে মুক্তির আগেই বিতর্ক রেঙ্গুন নিয়ে। যদিও পরিচালক বিশাল ভরদ্বাজ এসব বিষয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ। বরং তাঁর খোঁচা, চাইলে কঙ্গনার অভিনয়টাও করতে পারতেন শাহিদ।
শাহিদের পাশাপাশি অবশ্য কঙ্গনার প্রশংসাও করেন পরিচালক। পরিচালক হোন বা সহ অভিনেতা, দু'জনের মধ্যে ভাল বোঝাপড়াটাই আসল। সেটা ছিল বলেই রেঙ্গুনের মেকিং-এ কোনও সমস্যা হয়নি। দাবি শাহিদের। ছবির প্রস্তুতি শুরু কয়েক বছর আগেই। এক বন্ধুর লেখার ওপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছেন বিশাল ভরদ্বাজ।
advertisement
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হলেও, রেঙ্গুন সবার জন্যই। দাবি দুজনেরই। দর্শকের সুনাম কুড়িয়েছিল হায়দার, ওমকার, মকবুল। যাবতীয় বিতর্ক সরিয়ে রেখে রেঙ্গুনও সেই ধারা বজায় রাখে কি না, জানা যাবে ২৪ ফেব্রুয়ারি, ছবি মুক্তির দিনেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহিদের চুমু খাওয়া ভালো লাগেনি, বিস্ফোরক মন্তব্য কঙ্গনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement