অবশেষে কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ফাঁস করলেন তাঁর উপরে অ্যাসিড হামলাকারী নাম

Last Updated:

ঘরে ঘরে গা ছমছমে ঘটনায় হামহিম হওয়ার যোগাড়

#মুম্বই: দীপিকা পাড়ুকোন বর্তমানে তাঁর ছবি ছপক নিয়ে খবরের শিরোনামে রয়েছেন ৷ এই ছবি নিয়ে বেশ কিছু বিতর্ক চলছেই ৷ লক্ষ্মী আগওয়ালের উপরে অ্যাসিড হামলার ঘটনা নিয়েই দীপিকার এখনকার ছবি ছপক ৷ ঘরে বাইরে এই ছবি নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে ৷ এইই মাঝে একটি বিতর্ককে উস্কে দিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চন্দেলও বেশ কয়েক বছর আগে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ৷ রঙ্গোলি চান্দেল ট্যুইটারে এক ফলোয়ারকে জানিয়েছেন তিনি ফাঁস করেছেন তাঁর উপরে অ্যাসিড আক্রমণ করেছিলেন যিনি তাঁর নাম অবিনাশ শর্মা ৷ সেই সময়ে তিনি কলেজ পড়ুয়া ছিলেন ৷
1-16
একজন তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ৷ তবে সেই ব্যক্তির উদ্দেশ্যে রঙ্গোলির মনে কোনও অনুভূতি ছিলনা বলেই সেই ব্যক্তিকে এড়িয়ে যেতেন ৷ অবিনাশ সবাইকে বলতেন যে রঙ্গোলিকে তিনি বিয়ে করছেন ৷ রঙ্গোলি আরও জানিয়েছেন চারজন মেয়ে মিলে একটি পিজিতে (পেয়িং গেস্ট) থাকতে একদিন অবিনাশ সেখানে গিয়ে রঙ্গোলির ব্যাপারে তখনই রঙ্গোলির বন্ধু বিজয়া রঙ্গোলিকে জানিয়েছিল একজন লোক তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করছে ৷ দরজা খুলতেই দেখেছিলেন একটি পাত্রে জলীয় পদার্থ নিয়ে দাঁড়িয়ে আছে সে ৷ এক সেকেন্ডেই ছপক (এই ছপক দীপিকা পাড়ুকোনের ছবি ছপক নয়, মুখে অ্যাসিড ছোঁয়ার আওয়াজ, যন্ত্রণা, নৃশংশতারই অন্য নাম ছপক) ৷
advertisement
advertisement
বোন রঙ্গোলির সঙ্গে কঙ্গনা রানাওয়াত ৷ ছবি সংগৃহীত ৷ বোন রঙ্গোলির সঙ্গে কঙ্গনা রানাওয়াত ৷ ছবি সংগৃহীত ৷
কয়েক বছর আগে অ্যাসিড আক্রমণের মত নৃশংস ঘটনার সম্মুখীন হয়েছিলেন রঙ্গোলি ৷ এরপরেই অ্যাসিডের ক্রিয়া ক্ষত বিক্ষত হয়েগিয়েছল তাঁর মুখ ৷ ঝলসে গিয়েছিল তাঁর চেহারা ৷ ছপক ছবির সঙ্গে সঙ্গেই পুরনো সমস্ত ব্যাথা যন্ত্রণা যের ফের অনুভব করতে পারছেন রঙ্গোলি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবশেষে কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ফাঁস করলেন তাঁর উপরে অ্যাসিড হামলাকারী নাম
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement