#মুম্বই: তিনি প্রিষ্ঠিত নায়িকা ৷ এক নম্বরের ইঁদুর দৌড়ে না থেকেও নিজের মতো করে একের পর এক ভাল অভিনয়ের খাতা খুলেছেন ৷ পেয়েছেন জাতীয় পুরস্কারও ৷ ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেও যোগ্যতা আর প্রতিভায় ভাস্বর হয়ে উঠেছেন ৷ তিনি কঙ্গনা রানাওয়াত ৷ সামনেই মুক্তি পাবে ঐতিহাসিক পটভূমিকায় তৈরি তাঁর নতুন ছবি, মণিকর্ণিকা ৷ চলছে ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র শুটিংও ৷ তাঁর আগে আরাধ্য দেবতার সাধনায় মন দিলেন ‘ক্যুইন’-এর নায়িকা ৷
আরও পড়ুন: রণবীরকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরেছিলাম: দীপিকা
আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস পড়েছে ৷ আর শ্রাবণ মাস মানেই তা দেবাদিদেব মহাদেবের মাস ৷ তাই মহাদেবের আরাধনায় শ্রাবণ মাসের সোমবারকে বেছে নিয়েছিলেন বলি অভিনেত্রীও ৷ শিবের দর্শন করতে উড়ে গিয়েছিলেন কোয়াম্বাত্তুর ৷ সেখানে আদিশক্তি আশ্রমে গিয়ে ধ্যানলিঙ্গ শিবের মূর্তি দর্শন করেন তিনি ৷ ট্যাডিশনাল শাড়ি আর ফুলের মালায় সেজে মন্দিরে যান কঙ্গনা ৷ শিবের মাথায় জল ঢালেন ৷ ভক্তি ভরে পুজোও দেন ৷২০১৯-এর ২৫ জানুয়ারি পর্দায় আসবে ‘মণিকর্ণিকা’ ৷ এই ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে ৷
And time stood still! #KanganaRanaut soaking in the divinity and seeking the blessings of the almighty at #Adiyogi @isha.foundation @sadhguru A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coimbatore, Kangana Ranaut, Shiv puja