পাথরের পিছনে গিয়ে টয়লেট করতাম: কঙ্গনা রানাওয়াত
Last Updated:
বলিউডের পর্দায় কপাল জোরে দু’একটা ছবিই করেছেন ৷ আর এখন ব্যস্ত, টিভি টকশোতে ৷ কথা হচ্ছে অভিনেত্রী নেহা ধুপিয়ার ৷
#মুম্বই: বলিউডের পর্দায় কপাল জোরে দু’একটা ছবিই করেছেন ৷ আর এখন ব্যস্ত, টিভি টকশোতে ৷ কথা হচ্ছে অভিনেত্রী নেহা ধুপিয়ার ৷ আর নেহা ধুপিয়ার টকশো ‘নো ফিল্টার নেহা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় নানা গুঞ্জনের কারণে ৷ কারণ, এই শোতে বলিউডের সেলিব্রিটিরা আসেন একেবারে বিন্দাস ভঙ্গিমায় ৷ কিছুই লোকানো বারণ, এই শোতে !
সম্প্রতি নেহার এই শোতে হাজির ছিলেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত ৷ হৃত্বিক প্রসঙ্গে খুব একটা বিন্দাসভাব না দেখালেও, টকশোতে উজাড় করলেন বলিউড ছবির শ্যুটিংয়ের কিছু গোপন গল্প ৷
টকশোতে কঙ্গনা জানালেন, ‘বাইরে থেকে মনে হয় বলিউডের নায়িকারা সব সময় দারুণ সুবিধা পায় ৷ তবে অন্য কারো কথা জানি না, রেঙ্গুন ছবির শ্যুটিং করতে গিয়ে আমাকে যা করতে হয়েছে, আমার মনে হয় বলিউডের অন্য কোনও নায়িকাকে করতে হয়নি !’
advertisement
advertisement
কঙ্গনা জানালেন, ‘রেঙ্গুন’ ছবির শ্যুটিংয়ে পাথরের আড়ালে গিয়ে তাঁকে বদলাতে হয়েছিল জামা কাপড় ৷ শুধু তাই নয়, কঙ্গনা নাকি শ্যুটিং চলাকালীন পাথরের আড়ালে গিয়েই টয়লেট করতেন !
কিন্তু এরকম অবস্থা কেন? কঙ্গনার কথায়, ‘রেঙ্গুন ছবির শ্যুটিং এতটাই ইন্টেরিয়রে হয়েছিল, যে ওখানে মেকআপ ভ্যান নিয়ে যাওয়া যায়নি !’
কিছু মাস আগে গোটা বলিউড উত্তাল হয়ে উঠেছিল হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত নিয়ে নানা গুঞ্জনে ৷ হৃত্বিক সরাসরি ব্যাপারটা অস্বীকার করলেও, কঙ্গনা ছিলেন নাছোড়বান্দা৷ সেই গুঞ্জনকেই যেন আবার উসকে দিলেন কঙ্গনা ৷ তবে সোজাসুজি নয়, নাক ধরলেন ঘুরিয়েই !
advertisement
বলিউডলাইফ ওয়েবসাইটের খবর অনুযায়ী, ‘পিঙ্ক’ ছবি দেখার পর কঙ্গনা রানাওয়াত হৃত্বিকের নাম না করে স্পষ্টই বলে উঠলেন, ‘পিঙ্কের ঘটনাটা আমি অনুভব করতে পারি ৷ কারণ কিছুদিন আগে আমার সঙ্গে প্রায় এরকমই এক ঘটনা ঘটেছিল ৷ যেখানে আমার চরিত্রকে কাঠগড়ায় নিয়ে এসেছিল কিছু মানুষ ৷ তবে হ্যাঁ, আমি পুরো ব্যাপারটাই নিজে সামলে নিয়েছি, পুলিশ বা আইন আদালতে যায়নি ৷’
advertisement
কিছুদিন আগে ‘পিঙ্ক’ দেখে নিজের ইমোশনকে সামলাতে পারেননি কঙ্গনা ৷ চোখের জলকে আটকে রাখতে পারলেন না ৷ অন্ধকার হলের মধ্যেই কেঁদে ভাসালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ঘটনাটি ঘটল, অমিতাভ বচ্চন অভিনিত ‘পিঙ্ক’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়েই ৷ ছবির পুরো টিমের সঙ্গে ছবিটা দেখতে বসে ছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু ছবি দেখে নাকি আবেগটা ধরে রাখতে পারেনি ৷ কেঁদেই ফেলেছিলেন৷ আর একথা কঙ্গনাই জানিয়ে দিলেন ছবির নায়িকা অ্যান্দ্রিয়া তারিয়াংকে ৷
advertisement
আন্দ্রিয়াকে ইনস্টাগ্রামে মেসেজ লিখলেন কঙ্গনা ৷ আর সেখানেই স্পষ্ট জানালেন, ‘পিঙ্ক ছবিতে তোমার কাজ অসাধারণ ৷ আমি তোমার অভিনয় দেখে, নিজের আবেগকে ধরে রাখতে পারিনি ৷ খুবই ইমোশোনাল ছবি ৷ ভালো থেকে !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2016 8:23 PM IST