''বাবা ভাল আছেন, পায়ে অস্ত্রোপচার সফল'' জানালেন কমল হাসানের মেয়ে শ্রুতি ও অক্ষরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পায়ে অস্ত্রোপচার হয় হিন্দি ও দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক কমল হাসানের
#চেন্নাই: মঙ্গলবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পায়ে অস্ত্রোপচার হয় হিন্দি ও দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক কমল হাসানের। মঙ্গলবার কমল হাসানের শারীরিক পরিস্থিতির কথা সোশ্যাল হ্যান্ডেলে জানান মেয়ে শ্রুতি ও অক্ষরা।
কমল হাসানের অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শ্রুতি লেখেন, '' বাবার জন্য গোটা দেশের সমর্থন, প্রার্থনা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। মঙ্গলবার সকালে শ্রী রামচন্দ্র হসপিটালে ডঃ মোহন কুমার ও ডঃ জে এস এন মূর্তি বাবার পায়ে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতালের চিকিৎসক, কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাবার অসম্ভব খেয়াল রাখছেন। বাবা ভাল আছেন, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আগামী ৪-৫ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন।''
advertisement
On behalf of @ikamalhaasan here’s an update ! Thankyou for all the ❤️ pic.twitter.com/poySGakaLS
— shruti haasan (@shrutihaasan) January 19, 2021
advertisement
প্রসঙ্গত, কয়েক বছর আগে দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন কমল হাসান। সেই সময় অস্ত্রোপচারও হয়। এবার হাসপাতালে ভর্তি হওয়ার আগে কমল ট্যুইট করে জানান, '' কয়েক বছর আগে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছিলাম। পায়ে অস্ত্রোপচার করতে হয়েছিল। তারই একটা ফলো আপ সার্জারি হবে। ডাক্তার কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। খুব শিগগিরই আমি কাজে ফিরে আসব।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2021 6:13 PM IST