পায়ের অস্ত্রোপচারের জন্য নির্বাচনী প্রচার থামাচ্ছেন কমল হাসান

Last Updated:

শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান৷ কিন্তু আপাতত নির্বাচনী প্রচার থামাতে হচ্ছে তাঁকে৷ কয়েক দিনের মধ্যেই পায়ে অস্ত্রোপচার হবে কমল হাসানের৷

#চেন্নাই: শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান৷ কিন্তু আপাতত নির্বাচনী প্রচার থামাতে হচ্ছে তাঁকে৷ কয়েক দিনের মধ্যেই পায়ে অস্ত্রোপচার হবে কমল হাসানের৷ মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতাকে ডাক্তাররা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ অভিনেতা-রাজনৈতিক জানিয়েছেন যে, তিনি মাঠে নামতে না-পারলেও প্রযুক্তির মাধ্যমে জুড়ে থাকবেন৷
কমল হাসান সোশ্যাল মিডিয়ায় দু'পাতার নোট শেয়ার করে লিখেছেন, "নির্বাচনী প্রচারের প্রথম লেগ আমি শেষ করে ফেলেছি, 'রি-ইম্যাজিন তামিঝ নাড়ু'৷ গত ৫ সপ্তাহে ১৫ দিনের মধ্যে আমি রাজ্যের ৫ হাজার কিলোমিটার কভার করে মানুষের সঙ্গে দেখা করেছি৷ আমার লোকেদের সঙ্গে দেখা করার ইচ্ছা ও তাঁদের উদ্বেগ বোঝা হচ্ছে না আপাতত, ব্যক্তিগত নিরাপত্তার কারণেই এমন পরামর্শ আমায় দেওয়া হয়েছে৷"
advertisement
advertisement
কমল হাসান আরও জানিয়েছেন যে, তিনি বিশ্রামে থেকেও মানুষের সঙ্গে জুড়ে থাকবেন৷ তিনি লিখলেন," কয়েক বছর আগে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল বলেই পায়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে৷ পুরোপুরি সেরে ওঠা না পর্যন্ত আমাকে পূর্ণ বিশ্রামে থাকতেই বলেছেন ডাক্তাররা৷ তবে ফিরে এসে নতুন উদ্দীপনায় ফের প্রচার শুরু করব৷ আর এই ক'টা দিন প্রথম পর্যায়ের প্রচার থেকে বোঝার ও শেখার চেষ্টা করব৷ হয়তো আমি ব্যক্তিগত ভাবে দেখা করতে পারব না মানুষের সঙ্গে, কিন্তু প্রযুক্তির দৌলতে জুড়ে থাকব৷ তামিলনাড়ুকে আরও ভাল করে তোলার জন্য যে যে পরিবর্তন নিয়ে আসব, তাই নিয়ে আলোচনা জারি থাকবে৷"
advertisement
কমল হাসান সদ্যই 'বিগ বস তামিল ৪'-এর শ্যুটিং শেষ করেছেন৷ জনপ্রিয় অভিনেতা জানিয়েছেন এই রিয়ালিটি শোয়ের হাত ধরে তিনি চার কোটির ওপর মানুষের ঘরে তিনি পৌঁছে গিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পায়ের অস্ত্রোপচারের জন্য নির্বাচনী প্রচার থামাচ্ছেন কমল হাসান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement