পায়ের অস্ত্রোপচারের জন্য নির্বাচনী প্রচার থামাচ্ছেন কমল হাসান

Last Updated:

শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান৷ কিন্তু আপাতত নির্বাচনী প্রচার থামাতে হচ্ছে তাঁকে৷ কয়েক দিনের মধ্যেই পায়ে অস্ত্রোপচার হবে কমল হাসানের৷

#চেন্নাই: শিয়রে একুশের বিধানসভা ভোট৷ দ্রাবিড়ভূমের নির্বাচনে লড়ছেন দাক্ষিণাত্যের সুপারস্টার কমল হাসান৷ কিন্তু আপাতত নির্বাচনী প্রচার থামাতে হচ্ছে তাঁকে৷ কয়েক দিনের মধ্যেই পায়ে অস্ত্রোপচার হবে কমল হাসানের৷ মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতাকে ডাক্তাররা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ অভিনেতা-রাজনৈতিক জানিয়েছেন যে, তিনি মাঠে নামতে না-পারলেও প্রযুক্তির মাধ্যমে জুড়ে থাকবেন৷
কমল হাসান সোশ্যাল মিডিয়ায় দু'পাতার নোট শেয়ার করে লিখেছেন, "নির্বাচনী প্রচারের প্রথম লেগ আমি শেষ করে ফেলেছি, 'রি-ইম্যাজিন তামিঝ নাড়ু'৷ গত ৫ সপ্তাহে ১৫ দিনের মধ্যে আমি রাজ্যের ৫ হাজার কিলোমিটার কভার করে মানুষের সঙ্গে দেখা করেছি৷ আমার লোকেদের সঙ্গে দেখা করার ইচ্ছা ও তাঁদের উদ্বেগ বোঝা হচ্ছে না আপাতত, ব্যক্তিগত নিরাপত্তার কারণেই এমন পরামর্শ আমায় দেওয়া হয়েছে৷"
advertisement
advertisement
কমল হাসান আরও জানিয়েছেন যে, তিনি বিশ্রামে থেকেও মানুষের সঙ্গে জুড়ে থাকবেন৷ তিনি লিখলেন," কয়েক বছর আগে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল বলেই পায়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে৷ পুরোপুরি সেরে ওঠা না পর্যন্ত আমাকে পূর্ণ বিশ্রামে থাকতেই বলেছেন ডাক্তাররা৷ তবে ফিরে এসে নতুন উদ্দীপনায় ফের প্রচার শুরু করব৷ আর এই ক'টা দিন প্রথম পর্যায়ের প্রচার থেকে বোঝার ও শেখার চেষ্টা করব৷ হয়তো আমি ব্যক্তিগত ভাবে দেখা করতে পারব না মানুষের সঙ্গে, কিন্তু প্রযুক্তির দৌলতে জুড়ে থাকব৷ তামিলনাড়ুকে আরও ভাল করে তোলার জন্য যে যে পরিবর্তন নিয়ে আসব, তাই নিয়ে আলোচনা জারি থাকবে৷"
advertisement
কমল হাসান সদ্যই 'বিগ বস তামিল ৪'-এর শ্যুটিং শেষ করেছেন৷ জনপ্রিয় অভিনেতা জানিয়েছেন এই রিয়ালিটি শোয়ের হাত ধরে তিনি চার কোটির ওপর মানুষের ঘরে তিনি পৌঁছে গিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পায়ের অস্ত্রোপচারের জন্য নির্বাচনী প্রচার থামাচ্ছেন কমল হাসান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement