পা ভেঙে হাসপাতালে ভর্তি কমল হাসান !
Last Updated:
পা ভেঙে চেন্নাইয়ের এক বেসরকারি হাসাপাতালে ভর্তি আছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান ৷
#বেঙ্গালুরু: পা ভেঙে চেন্নাইয়ের এক বেসরকারি হাসাপাতালে ভর্তি আছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান ৷ বুধবার রাতে চেন্নাইয়ে নিজের অফিসের সিঁড়ি থেকে হঠাৎই পড়ে গেলেন কমল হাসান ৷ বুধবার রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ৷
চিকিৎসকের কথা, কমল হাসানের পায়ের হাড় ভেঙেছে ৷ আপাতত, তিনি রয়েছেন চিকিৎসাধীন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থই আছেন অভিনেতা ৷
আপাতত, কমল হাসান ব্যস্ত রয়েছেন তাঁর নতুন কমেডি ছবি ‘সাবাশ নাইডু’ নিয়ে ৷ এই ছবিটি একাধারে তৈরি হবে হিন্দি, তামিল ও তেলেগুতে ৷ ছবিটি পরিচালনা করবেন কমল হাসান নিজেই ৷ ছবির বেশিরভাগ শ্যুটিং হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ৷
advertisement
advertisement
এই ছবিটি পরিচালনা করার কথা ছিল টিকে রাজীব কুমারের ৷ কিন্তু কিছু ঘটনার কারণে তিনি এই ছবিটি ছেড়ে দেন ৷ এরপর থেকেই নিজেই ছবিটি পরিচালনা করবেন বলে স্থির করেন কমল হাসান !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2016 2:27 PM IST