কাজলের ব্লাউজে গোটা তাজমহল !

Picture courtesy: Instagram/@alliaalrufai

Picture courtesy: Instagram/@alliaalrufai

দিওয়ালিতে মুক্তি পাবে অজয় দেবগণের ছবি ‘শিবায়ে’ ৷ আর এই ছবির প্রোমোশন নিয়ে আপাতত ব্যস্ত অজয় দেবগণ ও কাজল ৷ শুধু

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: দিওয়ালিতে মুক্তি পাবে অজয় দেবগণের ছবি ‘শিবায়ে’ ৷ আর এই ছবির প্রোমোশন নিয়ে আপাতত ব্যস্ত অজয় দেবগণ ও কাজল ৷ শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও ‘শিবায়ে’ ছবির প্রোমোশনে ব্যস্ত দু’জন ৷ আর প্রোমোশনেরপ ব্যাপারে নতুন নতুন ফন্দি আঁটতে একেবারেই পিছপা হচ্ছেন না অজয় ৷ তবে খবরটা শুধুই যে ছবির প্রোমোশনের তা কিন্তু একেবারেই নয় ৷

    ‘শিবায়ে’ ছবির প্রোমোশনে কাজলকে সঙ্গে নিয়ে মার্কিনে উড়ে গিয়েছেন অজয় দেবগণ ৷ আর ছবির প্রোমোশনের পাশাপাশি কাজল যে তাঁর নিজের ইমেজ নিয়েও যথেষ্ট সচেতন তা বোঝা গেল কাজলের আউটফিটেই ৷

    প্রোমোশনের সফরে কাজল বেছে নিয়েছিলেন ডিজাইনার সব্যসাচী-র পোশাককেই বেছে নিয়েছিলেন ৷ আর কাজলের বাছাই করা শাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠল ব্লাউজে সোনালি জড়িতে তাজমহলের এমব্রয়ডারি-ই ! কাজল রীতিমতো ভারতের এক রূপকে তুলে ধরলেন নিজের পোশাকে ৷ আর সেই কাজল নিজেই শেয়ার করলেন ইনস্টাগ্রামে !

    First published:

    Tags: Blouse, Bollywood, Kajol, Shivaay, Taj Mahal