Kajol-Rani Relation: ছিল ঠান্ডা দূরত্ব, ‘সম্পর্ক’ তো ছিলই না! তারপর একটা ঘটনা বদলে দিল সব, কীভাবে কাছাকাছি এলেন কাজল-রানি?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কাজল তখন উত্তরে বলে, ‘‘তেমন কিছু ছিল না৷ এমনই একটা দূরত্ব রেখে চলতাম৷ আর তখন আমাদের দু’জনের কাছেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল৷’’
মুম্বই: একথা সবাই জানত৷ এমনকি, ‘কুছকুছ হোতা হ্যায়’ রিলিজের পরপরই সকলে যখন জানল যে পারিবারিক ভাবে কাজল এবং রানি মুখোপাধ্যায় পরস্পরের বোন, তখনও৷ তখনও সবাই জানত, এঁরা দু’জনেই একে অপরকে এড়িয়ে চলেন৷ মুখোমুখি দেখা হলে সামান্য সৌজন্য বিনিময় ছাড়া বিশেষ কথা বলেন না৷ অনেকে তো আরও এক ধাপ এগিয়ে এ-ও বলতেন যে, দু’জনের মধ্যে নাকি দারুণ ‘ঝগড়া’৷ তবে এখন সম্পর্কের সেই শৈত্য অনেকটাই কেটেছে৷ এবার তো মুখার্জি পরিবারের পুজোয় তো দু’জনে একসঙ্গে ছবিও তুলেছেন! তাহলে কোথায় সমস্যা ছিল? সেসব মিটলই বা কী ভাবে? সব কথাই এবার ফাঁস হল ‘কফি উইথ করণ’ সিজন ৮ এর নতুন এপিসোডে৷
‘কফি উইথ করণে’র এই এপিসোডে অতিথি ছিলেন রানি এবং কাজল দু’জনেই৷ পরিচালক হিসাবে করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তেই ডেবিউ করেছিলেন রানি৷ ছিলেন কাজলও৷ কাজল অবশ্য তখন বলিউডে পা জমিয়ে নিয়েছেন৷ করণ জানালেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-র শ্যুটিংয়ের সময় রানির সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন কাজল৷ এপিসোডে কাজলের উদ্দেশ্যে করণ বলেন, ‘‘সেই সময় তোমাদের মধ্যে কোনও বন্ধুত্ব ছিল না৷ এমনকি কোনও সম্পর্কও নয়৷ অথচ, তোমরা একই পরিবারের সদস্য! কাজল সবসময় একটা ঠান্ডা দূরত্ব রেখে চলত দেখেছি, আমি ভাবতাম, এ আবার কেমন ফ্যামিলি?’’
advertisement
কাজল তখন উত্তরে বলে, ‘‘তেমন কিছু ছিল না৷ এমনই একটা দূরত্ব রেখে চলতাম৷ আর তখন আমাদের দু’জনের কাছেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল৷’’
advertisement
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
রানিকেও খানিক তেমনই কথা বলতে দেখা যায়৷ অভিনেত্রী বলেন, ‘‘ছোট থেকেই ও আমার কাছে কাজল দিদি৷..হ্য়াঁ বিষয়টা একটু অদ্ভুত দেখাত বটে..আসলে আমারা আলাদা আলাদা ভাবে বড় হয়েছি৷ তখন সেরকম দেখাও হত না একে অপরের সঙ্গে৷ এই কম দেখা হওয়াটাই বোধহয় কারণ ছিল৷ কাজল দিদি তখন মুম্বইতেই থাকত, আমরা তখন জুহুতে৷ তানিশা (কাজলের বোন, তনুজার ছোট মেয়ে) আর আমি বরং অনেকটাই ঘনিষ্ঠ ছিলাম৷ এখনও আছি৷ কিন্তু, কাজল দিদি আসলে বাড়ির ছেলেদের সঙ্গে বেশি ক্লোজ৷’’
advertisement
আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয় জেলে, কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
এরপরে, করণ দুই অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, তাহলে দু’জনের সম্পর্ক সহজ হয় কী ভাবে? কারণটা, পরিষ্কার করে বলেন রানি৷ বলেন, ‘‘আমার মনে হয়, যখন আমাদের বাবারা মারা যান, তখন৷ তথন থেকেই যোগাযোগ বাড়ে৷ যেমনটা আর পাঁচটা পরিবারে হয়ে থাকে আরকি৷ যখন প্রিয় মানুষ চলে যায়, তখন পরিবারের বাকি সদস্যেরাই পাশে এসে দাঁড়ায়…আর কাজলের বাবা (শমু মুখার্জি) আমার খুব কাছের মানুষ ছিলেন৷ যখন আমাদের কঠিন সময় যায়, তখনই সকলে কাছাকাছি আসে৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
November 30, 2023 6:56 PM IST