Kajol-Rani Relation: ছিল ঠান্ডা দূরত্ব, ‘সম্পর্ক’ তো ছিলই না! তারপর একটা ঘটনা বদলে দিল সব, কীভাবে কাছাকাছি এলেন কাজল-রানি?

Last Updated:

কাজল তখন উত্তরে বলে, ‘‘তেমন কিছু ছিল না৷ এমনই একটা দূরত্ব রেখে চলতাম৷ আর তখন আমাদের দু’জনের কাছেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল৷’’

মুম্বই: একথা সবাই জানত৷ এমনকি, ‘কুছকুছ হোতা হ্যায়’ রিলিজের পরপরই সকলে যখন জানল যে পারিবারিক ভাবে কাজল এবং রানি মুখোপাধ্যায় পরস্পরের বোন, তখনও৷ তখনও সবাই জানত, এঁরা দু’জনেই একে অপরকে এড়িয়ে চলেন৷ মুখোমুখি দেখা হলে সামান্য সৌজন্য বিনিময় ছাড়া বিশেষ কথা বলেন না৷ অনেকে তো আরও এক ধাপ এগিয়ে এ-ও বলতেন যে, দু’জনের মধ্যে নাকি দারুণ ‘ঝগড়া’৷ তবে এখন সম্পর্কের সেই শৈত্য অনেকটাই কেটেছে৷ এবার তো মুখার্জি পরিবারের পুজোয় তো দু’জনে একসঙ্গে ছবিও তুলেছেন! তাহলে কোথায় সমস্যা ছিল? সেসব মিটলই বা কী ভাবে? সব কথাই এবার ফাঁস হল ‘কফি উইথ করণ’ সিজন ৮ এর নতুন এপিসোডে৷
‘কফি উইথ করণে’র এই এপিসোডে অতিথি ছিলেন রানি এবং কাজল দু’জনেই৷ পরিচালক হিসাবে করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তেই ডেবিউ করেছিলেন রানি৷ ছিলেন কাজলও৷ কাজল অবশ্য তখন বলিউডে পা জমিয়ে নিয়েছেন৷ করণ জানালেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-র শ্যুটিংয়ের সময় রানির সঙ্গে একটা দূরত্ব বজায় রাখতেন কাজল৷ এপিসোডে কাজলের উদ্দেশ্যে করণ বলেন, ‘‘সেই সময় তোমাদের মধ্যে কোনও বন্ধুত্ব ছিল না৷ এমনকি কোনও সম্পর্কও নয়৷ অথচ, তোমরা একই পরিবারের সদস্য! কাজল সবসময় একটা ঠান্ডা দূরত্ব রেখে চলত দেখেছি, আমি ভাবতাম, এ আবার কেমন ফ্যামিলি?’’
advertisement
কাজল তখন উত্তরে বলে, ‘‘তেমন কিছু ছিল না৷ এমনই একটা দূরত্ব রেখে চলতাম৷ আর তখন আমাদের দু’জনের কাছেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ ছিল৷’’
advertisement
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
রানিকেও খানিক তেমনই কথা বলতে দেখা যায়৷ অভিনেত্রী বলেন, ‘‘ছোট থেকেই ও আমার কাছে কাজল দিদি৷..হ্য়াঁ বিষয়টা একটু অদ্ভুত দেখাত বটে..আসলে আমারা আলাদা আলাদা ভাবে বড় হয়েছি৷ তখন সেরকম দেখাও হত না একে অপরের সঙ্গে৷ এই কম দেখা হওয়াটাই বোধহয় কারণ ছিল৷ কাজল দিদি তখন মুম্বইতেই থাকত, আমরা তখন জুহুতে৷ তানিশা (কাজলের বোন, তনুজার ছোট মেয়ে) আর আমি বরং অনেকটাই ঘনিষ্ঠ ছিলাম৷ এখনও আছি৷ কিন্তু, কাজল দিদি আসলে বাড়ির ছেলেদের সঙ্গে বেশি ক্লোজ৷’’
advertisement
আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয় জেলে, কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
এরপরে, করণ দুই অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, তাহলে দু’জনের সম্পর্ক সহজ হয় কী ভাবে? কারণটা, পরিষ্কার করে বলেন রানি৷ বলেন, ‘‘আমার মনে হয়, যখন আমাদের বাবারা মারা যান, তখন৷ তথন থেকেই যোগাযোগ বাড়ে৷ যেমনটা আর পাঁচটা পরিবারে হয়ে থাকে আরকি৷ যখন প্রিয় মানুষ চলে যায়, তখন পরিবারের বাকি সদস্যেরাই পাশে এসে দাঁড়ায়…আর কাজলের বাবা (শমু মুখার্জি) আমার খুব কাছের মানুষ ছিলেন৷ যখন আমাদের কঠিন সময় যায়, তখনই সকলে কাছাকাছি আসে৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol-Rani Relation: ছিল ঠান্ডা দূরত্ব, ‘সম্পর্ক’ তো ছিলই না! তারপর একটা ঘটনা বদলে দিল সব, কীভাবে কাছাকাছি এলেন কাজল-রানি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement