#চেন্নাই: এবার কিকি চ্যালেঞ্জে মত্ত হলেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়ালও ৷ সঙ্গে তাঁর সহ-অভিনেতা বোলামকোন্ডা শ্রীনীবাস !
তবে কাজলের কিকি চ্যালেঞ্জ কিন্তু একেবারেই আলাদা ৷ এ কোনও চলন্ত গাড়ি থেকে নয় ৷ বরং, সিনেমার সেটে, চলন্ত হুইলচেয়ার থেকে নেমে কিকি চ্যালেঞ্জ করলেন কাজল ৷ কাজলের সঙ্গে এই কিকি চ্যালেঞ্জের ছন্দে নেচে উঠলেন হিরো শ্রীনীবাসও ৷ ভিডিওটি শেয়ার হতেই একেবারে ভাইরাল৷
দেখুন সেই ভিডিও-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bellamkonda, Kajal-agarwal, Kiki Challenge