Shefali Jariwala Death: মাত্র ৪২ বছরেই চলে গেলেন 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা! অভিনেত্রী-মডেলের মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান কাঁটা লগা-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷
বলিউডে ফের দুঃসংবাদ৷ মাত্র ৪২ বছর বয়সে আচমকাই প্রয়াত হলেন অভিনেত্রী এবং মডেল শেফালি জারিওয়ালা৷ বিখ্যাত মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ শেফালির জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল৷
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতালের এক কর্মীকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শেফালির মৃত্যু হয়েছিল৷ তবে শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷ অভিনেত্রী মডেলের পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
advertisement
২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লাগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷
advertisement
advertisement
advertisement
চাঁচাছোলা ভাষায় যে কোনও বিষয়ে নিজের মতামত দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন শেফালি৷ গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়ণ নিয়ে কাজ করছিলেন তিনি৷
তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন দুনিয়ায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে৷ শেফালির মৃত্যুর প্রকৃত কারণ জানতে উদগ্রীব হয়ে উঠেছেন তাঁর ভক্ত এবং অন্যান্য শিল্পীরাও৷ সমাজমাধ্যমেও শেফালির জন্য শোকবার্তা আসতে শুরু করেছে৷ নির্ভীক একজন শিল্পী হিসেবেই শেফালিকে স্মরণ করছেন তাঁর সতীর্থরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 1:30 AM IST