Shefali Jariwala Death: মাত্র ৪২ বছরেই চলে গেলেন 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা! অভিনেত্রী-মডেলের মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা

Last Updated:

২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান কাঁটা লগা-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷

অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার মৃত্যু৷
অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার মৃত্যু৷
বলিউডে ফের দুঃসংবাদ৷ মাত্র ৪২ বছর বয়সে আচমকাই প্রয়াত হলেন অভিনেত্রী এবং মডেল শেফালি জারিওয়ালা৷ বিখ্যাত মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ শেফালির জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল৷
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হাসপাতালের এক কর্মীকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শেফালির মৃত্যু হয়েছিল৷ তবে শেফালির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷ অভিনেত্রী মডেলের পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
advertisement
২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লাগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷
advertisement
advertisement
advertisement
চাঁচাছোলা ভাষায় যে কোনও বিষয়ে নিজের মতামত দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন শেফালি৷ গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়ণ নিয়ে কাজ করছিলেন তিনি৷
তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন দুনিয়ায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে৷ শেফালির মৃত্যুর প্রকৃত কারণ জানতে উদগ্রীব হয়ে উঠেছেন তাঁর ভক্ত এবং অন্যান্য শিল্পীরাও৷ সমাজমাধ্যমেও শেফালির জন্য শোকবার্তা আসতে শুরু করেছে৷ নির্ভীক একজন শিল্পী হিসেবেই শেফালিকে স্মরণ করছেন তাঁর সতীর্থরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shefali Jariwala Death: মাত্র ৪২ বছরেই চলে গেলেন 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালা! অভিনেত্রী-মডেলের মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement