John Abraham: শট-এ নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জন, শয্যাদৃশ্যে কঙ্গনাকে উন্মত্ত আদর করতে করতে রক্ত বের করে দিয়েছিলেন

Last Updated:

কঙ্গনাকে থামিয়ে তাঁকে আদর করতে শুরু করেন জন...তারপর যা হল...

#মুম্বই: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় গুপ্তর প্রথম ছবি 'শ্যুটআউট অ্যাট ওয়াডালা'! ছবিতে ছিলেন কঙ্গনা রানাওয়াত, জন আব্রাহাম, তুষার কাপুর, মনোজ বাজপেয়ি আর সোনু সুদ। দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল ছবিটি, নজর কেড়েছিল জন-কঙ্গনার অনস্ক্রিন কেমিস্ট্রিও! তবে, এই ছবির একটা গোপন কথা কিন্তু অনেকেই জানেন না, ছবিতে কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের অভিনয় করতে গিয়ে একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন জন, হারিয়ে ফেলেছিলেন আত্মনিয়ন্ত্রণ। শয্যাদৃশ্যের শটে এতটাই ডুবে গিয়েছিলেন 'জিসম' তারকা যে ভুলে গিয়েছিলেন, বাস্তব নয়, তিনি শ্যুট করছেন, আদর করতে করতে পাগল হয়ে উঠেছিলেন জন আব্রাহাম! নায়কের উন্মত্ত আদরে সেদিন রক্ত বেরিয়ে গিয়েছিল কঙ্গনার।
তবে, খোলসা করে বলা যাক। ছবিতে জনের চরিত্রটি ছিল এক জন ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর। বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল জন এবং কঙ্গনার। তার মধ্যে দু’টি বেশ নিবিড়, একটি গাঢ় চুম্বনের দৃশ্য অন্যটি লাস্যপূর্ণ শয্যাদৃশ্য। শয্যাদৃশ্যের সিকোয়েন্স-এ কঙ্গনা এবং জনের চরিত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। মাঝপথে কঙ্গনাকে থামিয়ে তাঁকে আদর করতে শুরু করেন জন। নিয়ন্ত্রণ হারিয়ে এতটাই জোরে চেপে ধরেন অভিনেতার হাতের চাপে নায়িকার চুড়ি ভেঙে যায়, তাঁর হাত কেটে রক্ত পড়তে শুরু করে। তবে দ্রুত তিনি নিজেকে সামলে নেন জন আব্রাহাম, সঙ্গেসঙ্গে ক্ষমা চেয়ে নেন কঙ্গনার কাছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
John Abraham: শট-এ নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জন, শয্যাদৃশ্যে কঙ্গনাকে উন্মত্ত আদর করতে করতে রক্ত বের করে দিয়েছিলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement