Oscar 2020: ‘ভাইকে হারিয়েছি’ অস্কার হাতে কেঁদে ফেললেন ‘জোকার’ !

Oscar 2020: ‘ভাইকে হারিয়েছি’ অস্কার হাতে কেঁদে ফেললেন ‘জোকার’ !

জোকার’-এর জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন জোকিন ৷

  • Share this:

#লস এঞ্জেলেস: অবশেষে হাতে উঠল অস্কার ৷ ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ ছবির জন্য সহ-অভিনেতা হিসেবে মনোনিত হয়েছিলেন জোকিন ৷ তবে অস্কার কপালে জোটেনি ৷ এরপর ফের ২০০৬ সালে ওয়াক দ্য লাইন, ২০১৩ সালে দ্য মাস্টার ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়োন জুটেছিল৷

অবেশেষ ২০২০ সালে ‘জোকার’-এর জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন জোকিন ৷ হাতে অস্কারের আবেগ, কিন্তু স্টেজে উঠে প্রথমেই ভাই রিভার ফনিক্সের লেখা গানের দু’কলি শোনালেন জোকিন ৷

জোকিন বললেন, ‘আমার বয়স থেকে ১৭ ৷ আমার ভাই একটা গান লিখেছিল ৷ গানের কথায়, ভালোবাসা পাওয়ার জন্য দৌঁড়য়, শান্তি পিছনে পিছনে আসবে ...’ চোখের কোলে জল উপচে পড়ল ছবির ‘জোকার’ ৷ জোকিন বলেই চললেন, তাঁর কথায় উঠে এল পরিবেশের কথা, পশু-পাখির কথা, মানব অধিকারের কথা ৷ আসলে ‘জোকার’ ছবির বিষয়কেই যেন সাজিয়ে দিলেন নিজের বক্তব্যকে ৷

First published: February 10, 2020, 1:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर