Jeetu Kamal and Srabanti Chatterjee: জিতু ‘কিডন্যাপার’, শ্রাবন্তী ‘চোর’, প্রথম বার জুটি বাঁধছেন বাবুসোনা-য়, সঙ্গে বিদেশিনীও

Last Updated:

Jeetu Kamal and Srabanti Chatterjee: ছবির গল্প যত এগোতে থাকে এই দুটি মানুষের জীবনে মোড় নিতে থাকে আলাদা ক্লাইম্যাক্স

ছবির নাম "বাবুসোনা"
ছবির নাম "বাবুসোনা"
কলকাতা : এ বার প্রথমবার অ্যাকশন কমেডি ছবিতে জুটি বাঁধছে অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল চরিত্র লুক। ছবির নাম "বাবুসোনা"। পুরোপুরিভাবে অ্যাকশন কমেডি সিনেমা এটি। পরিচালনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে "এসকে মুভিস" এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি "বাবুসোনা"।
ছবির প্রধান চরিত্র বাবু নামের একজন কিডন্যাপার এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। সে একটি আইটি কোম্পানি চালায় নিজের কুকীর্তি ধামা চাপা দেওয়ার লক্ষ্যে। অন্যদিকে সোনা নামের একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোনা পেশায় চোর, কিন্তু নিজের পরিচয় দেন একজন পুলিশ হিসাবে। ছবির গল্প যত এগোতে থাকে এই দুটি মানুষের জীবনে মোড় নিতে থাকে আলাদা ক্লাইম্যাক্স।
advertisement
advertisement
একটা সময় লন্ডন শহরে একটি শিশু অপহরণ ঘটনায় জড়িয়ে পড়েন দু’জনা। এরপর দুজনের মন দেওয়া নেওয়া, আর জীবনের খেলা। ছবিতে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্য।
advertisement
ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে।  তিনি আগেও বাংলা ছবিতে অভিনয় করেছেন। 'ওগো বিদেশিনী' ছবিতে অঙ্কুশের সঙ্গে তাঁকে দেখা গেছে। আগামী মাসেই লন্ডন জুড়ে ছবির শ্যুটিং হবে। পরিচালক অংশুমান প্রত্যুষ জানান "এটি পুরোপুরি কমার্শিয়াল ছবি। যার মধ্যে থাকছে প্রচুর জমজমাট সংলাপ, আমার মনে হয় সেই সংলাপ দর্শকদের খুব ভাল লাগবে। আর জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই জুটি দর্শকদের ভাল লাগবে"।
advertisement
আগামী মাসেই শ্যুটিং শুরু হবে লন্ডন শহরে। টলিউডের এই নতুন জুটি শ্রাবন্তী ও জিতুকে দর্শকরা কতটা গ্রহণ করে, তা তো সময় বলবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal and Srabanti Chatterjee: জিতু ‘কিডন্যাপার’, শ্রাবন্তী ‘চোর’, প্রথম বার জুটি বাঁধছেন বাবুসোনা-য়, সঙ্গে বিদেশিনীও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement