Jeet's Daughter: ‘তোর কাছে 'Gen Z' আর 'Gen Alpha'-কে নিয়ে শেখাটা দারুণ লাগছে’...মেয়ে নবন্যার জন্মদিনে আন্তরিক পোস্ট জিতের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Jeet's Daughter: নতুন প্রজন্মের হালফ্যাশনের সঙ্গে পরিচিত হওয়ার হাতেখড়ি যে একমাত্র কন্যা নবন্যার কাছেই, সে কথা উহ্য থাকলেও বলাই বাহুল্য। তবে কঠিন হলেও তাঁর প্রচেষ্টা জারি থাকবে বলে জানিয়েছেন ‘সাথী’-র নায়ক।
কলকাতা : দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবন পেরিয়ে এসেও শিখছেন জিৎ। মেয়ের জন্মদিনে একবাক্যে স্বীকার করলেন টলিপাড়া সুপারস্টার। তিনি শিখছেন ‘জেন জি’ এবং ‘জেন আলফা’-র দুনিয়ার খুঁটিনাটি। পরবর্তী প্রজন্মের সঙ্গে মেলবন্ধনের কাজটি যে বেশ কঠিন, সেটাও টের পেয়েছেন তারকা। এবং নতুন প্রজন্মের হালফ্যাশনের সঙ্গে পরিচিত হওয়ার হাতেখড়ি যে একমাত্র কন্যা নবন্যার কাছেই, সে কথা উহ্য থাকলেও বলাই বাহুল্য। তবে কঠিন হলেও তাঁর প্রচেষ্টা জারি থাকবে বলে জানিয়েছেন ‘সাথী’-র নায়ক।
প্রসঙ্গত বৃহস্পতিবার ছিল জিৎ এবং মোহনার প্রথম সন্তান তথা একমাত্র মেয়ে নবন্যার জন্মদিন। ১২ বছর বয়স পূর্ণ করল নবন্যা। তার জন্ম ২০১২ সালের ১২ ডিসেম্বরে। ক্যালেন্ডারে সেই তারিখ ছিল ১২-১২-১২। বৃহস্পতিবার ১২-তে পা দিল জিতের নয়নের মণি। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন তারকা-অভিনেতা। সেই পোস্টে ভিডিওতে মেয়ের সঙ্গে নানা আনন্দ মুহূর্তে দেখা যাচ্ছে সস্ত্রীক তারকাকে। কখনও বাড়িতে নবন্যা দুষ্টুমি করছে, কখনও বা বাবার সঙ্গে ফোটোশুটে রীতিমতো পেশাদারের মতো পোস্ট দিয়েছে সে। কখনও মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, কখনও আবার ভাইকে কোলে নিয়ে আদর করছে নবন্যা।
advertisement
advertisement
advertisement
জিৎ লিখেছেন, ‘‘জীবনের কোনও না কোনও সময়ে আমরা অনেকেই শুনেছি বাবা মায়েরা বলছেন যে যখন বাবা-মা হবি, তখন বুঝবি। এই কথাটার মানে আমি বুঝেছি ২০১২ সালের ১২ ডিসেম্বর। সেই উপলব্ধি এখনও চলছে মনের মধ্যে।’’ বাবা-মেয়ের সম্পর্কের মধ্যে নিঃস্বার্থ দিকটি জাদুর থেকে কিছু কম নয়। তাঁর মতে যত ক্ষণ না কারওর জীবনে সন্তান আসছে তত ক্ষণ এই অনুভূতি আসবে না। নবন্যাকে পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন জিৎ। ধন্যবাদ জানিয়েছেন বাবা মাকেও। মূল পোস্টের পরে পুনশ্চ হিসেবে এসেছে জেন জি এবং জেন আলফার প্রসঙ্গ।
advertisement
আরও পড়ুন : ওটস খেলে চোখে জল আসবে কোষ্ঠকাঠিন্যে? জানুন কীভাবে ওটস খেলে হবে না কনস্টিপেশন, দ্রুত ঝরবে ওজনও
কাজের সময় ছাড়া পুরোপুরি ফ্যামিলিম্যান জিৎ। সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে উঁকি দিয়ে যায় নির্ভেজাল পারিবারিক মুহূর্তের পোস্ট। মেয়ের জন্মদিনেও ধরা পড়ল সেরকমই এক টুকরো আন্তরিক পিতৃহৃদয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 9:15 PM IST