জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছাস্রোতে সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

নতুন প্রজন্মের প্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় পেরিয়ে গেলেন ৪৪ টি বসন্ত ৷ সামাজিক মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছাস্রোতে ভেসে গেলেন তিনি ৷

চন্দ্রজিৎ গঙ্গোপাধ্যায় নাম হারিয়ে গিয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের আড়ালে ৷ এই নামেই তিনি উজ্জ্বল সঙ্গীত জগতে ৷ নতুন প্রজন্মের প্রিয় সঙ্গীত পরিচালক পেরিয়ে গেলেন ৪৪ টি বসন্ত ৷ সামাজিক মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছাস্রোতে ভেসে গেলেন তিনি ৷
টুইটারে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগণিত অনুরাগী ৷ কেউ কেউ তাঁর গান গেয়েও শুনিয়েছেন ৷ নেটিজেনদের পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীত পরিচালক ৷
বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুলের পরে জিৎ স্নাতক হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ৷ এর পর তাঁর জীবন জুড়ে শুধুই সপ্তসুর ৷ ‘যুদ্ধ’, ‘শুভদৃষ্টি’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘বাপি বাড়ি যা’-র মতো বক্সঅফিস সফল ছবির পাশাপাশি জিৎ সুর দিয়েছেন ছোটপর্দার ধারাবাহিক এবং বিজ্ঞাপনী জিঙ্গলসেও ৷
advertisement
advertisement
অতিমারি এবং লকডাউনে জিৎও ঘরবন্দি ৷ ইদানীং যা কাজ করেছেন, সবই হয়েছে বাড়ি থেকে এবং ভার্চুয়ালি ৷ প্রথম দিকে অসুবিধে হলেও ধীরে ধীরে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি ৷ তবে ভার্চুয়াল কনসার্টে তাঁর আপত্তি ৷ আমফানের জন্য একবার সে ধরনে কনসার্টে অংশ নিয়েছিলেন ৷ কিন্তু সে রকম বিশেষ প্রয়োজন ছাড়া তাঁর কাছে অনুষ্ঠান মানে হলভর্তি দর্শক শ্রোতার সামনে গান গাওয়া ৷
advertisement
টলিউডের পাশাপাশি জিতের অনায়াস গতি মুম্বইয়েও ৷ গত বছর লকডাউনে দীর্ঘ দিন আটকে পড়েছিলেন মুম্বইয়ে ৷ সে সময় শিক্ষিকা স্ত্রী চন্দ্রাণীর সঙ্গে পরিযায়ী শ্রমিকদের চাল ডাল আটা তেলের মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করেছিলেন জিৎ৷ পাশাপাশি অতিমারি এবং লকডাউনে মন ভাল রাখতে অল্পবিস্তর রান্না করেছেন ৷ সময় পেলেই নিজেকে ডুবিয়ে দিয়েছেন বইয়ের পাতায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছাস্রোতে সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement