Jaya Ahsan Interview: নাম-খ্যাতি-টাকা, কষ্ট করে অর্জন না করতে পারলে তার প্রতি কোনও ভাললাগা থাকে না: জয়া এহসান

Last Updated:

আমার নতুন, আমার প্রথম ওটিটির ওয়েব সিরিজ হিসাবে যে আশাটা আমার ছিল সেটা পূরণ হয়েছে । সেজন্য আমি বেশ খুশি।--জয়া এসহান৷

News18
News18
এপার-ওপার, দুই বাংলাতেই তাঁর খ্যাতি ছড়িয়ে৷ বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা এবার শুরু করলেন তাঁর ওটিটি যাত্রা৷ জিম্মি ওয়েব সিরিজে রুনা লায়লার চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান৷ কেমন ছিল তাঁর সেই জার্নি৷ জিম্মি মুক্তি পাওয়ার পর থেকে কী কী প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি৷ জয়ার সঙ্গে ফোনে কথা বললেন নিউজ ১৮ বাংলার পুজা বসু দত্ত৷ শুধুমাত্র জিম্মি নিয়েই তিনি কথা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি বা শিল্পীদের উপর তাঁর কী প্রভাব সে নিয়ে কোনও কথা বলতে চাননি জয়া৷
প্রশ্ন- ১) জিম্মি নিয়ে সকলের প্রতিক্রিয়া বেশ ভাল, কেমন লাগছে?
উত্তর- জিম্মি নিয়ে সবার প্রতিক্রিয়া ভীষণ ভাল লাগছে। খুব অদ্ভূত কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি যে অনেকের ভিতরেই প্রশ্নটা হচ্ছে জিম্মি দেখবার পর যে বাস্তবে আমি যদি সত্যি সত্যিই টাকাটা পাই তাহলে আমি টাকাটা নিতাম কি নিতাম না! এই বিষয়গুলো আছে মানে জিম্মির এই চরিত্রটিকে সামনে রেখে অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যেমন এই টাকাটা সত্যি তুমি পেলে কী নিতে? এটি একটি হাল্কা বিষয় হলেও মজার, আর সবার থেকে খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছি৷ সবাই খুব ভালবাসছে চরিত্রটিকে। স্বাভাবিক ভাবেই ঈদের সময় রিলিজ করলে জিম্মি, বড়ো প্ল্যাটফর্মে, অবশ্যই আমার খুবই ভাল লাগছে। আমার নতুন, আমার প্রথম ওটিটির ওয়েব সিরিজ হিসাবে যে আশাটা আমার ছিল সেটা পূরণ হয়েছে । সেজন্য আমি বেশ খুশি।
advertisement
প্রশ্ন- ২) একজন শক্তিশালী মহিলা চরিত্রে এখানে আপনি অভিনয় করেছেন, সত্যিই এই সমাজে একা একজন মহিলার মাথা তুলে দাঁড়িয়ে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ রেখে রোজ লড়াই করাটা কতটা কঠিন?
উত্তর- একজন মহিলা হিসেবে বা একা পুরুষতান্ত্রিক সমাজের সাথে লড়াই করে যাওয়া টা আসলে কঠিন সেটা খুব৷ কঠিন বলব আসলে তুলনামূলক ভাবে ছেলেরা অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে, যেটা আমরা নেই৷ তবে যেহেতু মহিলারা নিজেরাই ভীষণ রকম শক্তিশালী, জন্মসূত্রে তারা শক্তিশালী। আমি মনে করি সে জন্য তারা লড়াইটা শেষ পর্যন্ত করতে পারে। তবে মহিলাদের একটি বিষয় সচেতন হওয়া উচিত। একজন মানুষ হিসেবে তার কী কী অধিকার রয়েছে সেই জায়গাগুলো তাঁর আরও পরিষ্কারভাবে জানা উচিত৷ তাহলে অনেকটা জানলেই লড়াই করা সহজ হবে। টিকে থাকাটা সহজ হয় নিজের প্রাপ্য আদায় এটুকু চেয়ে নেওয়াটা সহজ হবে।
advertisement
advertisement
প্রশ্ন- ৩) আশফাক নিপুণের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
উত্তর- নিপুণের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত৷ আমি তো আসলে এমন ভাবেই ওঁর সঙ্গে কাজ করেছি। আপনারা নিশ্চয় সকলেই জানেন যে, খুব আলাদা স্টাইলে কাজ করে ওঁর হাতে মানে ওঁর কোনও আর্টিস্টের হাতে কোনও স্ক্রিপ্ট থাকে না৷ তো সেই জায়গা থেকে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। কিন্তু একবার এই প্রসেসটা ঢুকে গেলে ভীষণ মজা এবং ওতো পরীক্ষিত সফল একজন ডিরেক্টার সেটা নিয়ে কোনও কথাই উঠবে না। কাজের অভিজ্ঞতা কেমন খুব দুর্দান্ত, টিমের সঙ্গে কাজ করেছি তো নতুনদের ভাবনা, নতুন নতুন অনেকে কাজ করছি এখানে। তারপর যে আর্টিস্টরা কাজ করেছে তাদের সঙ্গেও যাত্রাটা খুব সুন্দর ছিল। তো ওদের সঙ্গে কাজ করাটা আমার জন্য দুর্দান্ত ছিল।
advertisement
প্রশ্ন- ৪) প্রথমবার ওটিটি-তে কাজ, সেটাই বা কতটা আলাদা ছিল ফিচার ফিল্মের থেকে?
উত্তর- ফিচার ফিল্ম থেকে আসলে আলাদা জায়গাটা যদি আমি বলি অ্যারেঞ্জমেন্টে নয়, ওটা শুধুমাত্র বড়পর্দার কাজ, আর এটা হচ্ছে আমরা ওটিটি তে কাজ করছি। টেকনিক্যাল যা কাজ লজিস্টিকের জায়গা থেকে কিন্তু একেবারে একই রকম ভাবে শ্যুট করেছে নিপুণ৷ ফিল্মে যা যা প্রয়োজন হয় যেমন অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয় সব কিছু দিয়েছে এখানে৷ প্রযোজকও সেসব দিয়েছেন৷ এটা একটা ফিল্ম, আমি একেবারে সেভাবেই কাজ করেছি৷ মানে একই রকমভাবে অভিনয় করেছি৷ শুধুমাত্র মানে টেকনিক্যাল জায়গা ছাড়া পুরোটাই একরকম৷ এতটাই মনোযোগ, এতটাই ভালবাসা, এতটাই ডেডিকেশন সবকিছু দিয়ে সবাই অভিনয় করছে। আমি নই সকলেই।
advertisement
প্রশ্ন- ৫) শেষ প্রশ্ন, সত্যিই যদি কখনও প্রচুর প্রচুর টাকা পান, কীসে খরচ করবেন?
উত্তর- সত্যি যদি প্রচুর টাকা পাই? মাঝে মাঝে কিন্তু মনে হয় আমাদের সবারই যদি হঠাৎ করে অনেক টাকা পেয়ে যায় কিন্তু আসলে মনে হয় ভাল লাগবে না। কারণ যেই অর্থটা বা যে কোন জিনিসটা নাম হোক, খ্যাতি হোক, অর্থ হোক যেটা আপনি কষ্ট করে অর্জন না করবেন সেটার প্রতি আসলে প্রেম থাকে না। আমি কি করব তা আমি বলতে পারছি না এইমুহূর্তে। তবে আমি এতটুকু জানি যে দুটো কাজ করব। একটি হচ্ছে আমি আমার রুনা লায়লার মতো গয়না কিনতে চলে যাব না আর দ্বিতীয়টি হচ্ছে রাস্তার যে বাচ্চারা রয়েছে এবং সারমেয় পশুপাখীর উপরে বেশ খানিকটা টাকা খরচা করে ফেলব।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jaya Ahsan Interview: নাম-খ্যাতি-টাকা, কষ্ট করে অর্জন না করতে পারলে তার প্রতি কোনও ভাললাগা থাকে না: জয়া এহসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement