Jawan-Shah Rukh Khan: বাড়ি বসেই দেখুন কম বাজেটের নতুন 'জওয়ান'! ভিডিও শেয়ার করে চমকে দিলেন শাহরুখ খান
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Jawan-Shah Rukh Khan: তৈরি হল নতুন 'জওয়ান'! শাহরুখ খান নিজেই জানালেন সেই সুখবর!
মুম্বই: বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’! এই ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়! সিনেমা হলে মুক্তির দিন শাহরুখের সাজ নকল করে পৌঁছে গিয়েছিলেন অনেক ভক্তই! কোটি কোটি টাকার ব্যবসা করছে এই সিনেমা! এখনও পর্যন্ত জওয়ান-এর একটিও খারাপ রিভিউ কেউ করেননি! সকলেই বলছেন একেবারে অন্য রূপে ফিরে এসেছেন শাহরুখ খান! ‘জওয়ান’-এ দারুণ হ্যান্ডসাম লেগেছে শাহরুখ খানকে। তবে ফ্যানেদের উন্মাদনা কিন্তু এখনও কমছে না! আটলি কুমার পরিচালিত এই ছবি মানুষের মন জয় করেছে প্রথম শো থেকেই! তবে ‘জওয়ান’ দেখে এসে কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ খানের এক ভক্ত!
এই ভক্ত একজন ইউটিউবার! সোশ্যাল মাধ্যমে শাহরুখ ভক্ত এই ইউটিউবারের নাম ‘জারমাটিক্স’! এই ভক্ত যা করেছেন তা দেখে শাহরুখ খানও নিজেকে আটকাতে পারেননি! নিজের স্মার্ট ফোন দিয়েই তৈরি করে ফেলেছেন ‘জওয়ান’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুট!
advertisement
advertisement
একেবারে হুবহু শাহরুখ খানের স্টাইলে মারপিট করছেন, সংলাপ বলছেন এই যুবক! এই অ্যাকশন দৃশ্য দেখলে আপনিও অবাক হবেন! একেবারে হুবহু এক! এই ভিডিও দেখা মাত্র নিজেকে আর আটাকাতে পারলেন না বাদশা খান!
This is outstanding!!! Good job…. Very masssy!!! Thank u for the effort. Love u https://t.co/MuPreGvi1x
— Shah Rukh Khan (@iamsrk) September 26, 2023
advertisement
নিজের ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে শাহরুখ খান লিখলেন, “আমি আপ্লুত! সত্যিই অসাধারণ! দারুণ হয়েছে। তবে খুবই অগোছাল। কিন্তু আমার দারুণ ভাল লেগেছে। আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ!” শাহরুখ খান শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন ভাইরাল এই কম বাজেটের ‘জওয়ান’!
advertisement
বহু মানুষ ইতিমধ্যেই এই ভিডিও দেখে ফেলেছেন। শাহরুখের এই ভক্তও রাতারাতি সেলেব। শাহরুখ খান এখন প্রায়ই সোশ্যাল মাধ্যমে আসেন! এবং ভক্তদের নানা প্রশ্নের জবাবও তিনি দেন! এই ভক্তের প্রশংসা করলেন বাদশা! আপাতত ভাইরাল নতুন ‘জওয়ান’!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 10:47 PM IST