Jawan | Shah Rukh Khan: 'জওয়ান'-এ শাহরুখের এই দৃশ্যের জন্য হলিউড থেকে ডাক পেলেন পরিচালক, দারুণ খুশি ভক্তরা!

Last Updated:

Jawan | Shah Rukh Khan: বলিউডের ইতিহাসে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে শাহরুখ খান ও পরিচালক অ্যাটলির ছবি 'জওয়ান'।

জওয়ান শাহরুখ ও অ্যাটলি
জওয়ান শাহরুখ ও অ্যাটলি
মুম্বই: বলিউডের ইতিহাসে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে শাহরুখ খান ও পরিচালক অ্যাটলির ছবি ‘জওয়ান’। এবার ছবির একটি দৃশ্যের জন্য হলিউড থেকে ডাক পেলেন পরিচালক অ্যাটলি। কোন দৃশ্যের জন্য এমন অভূতপূর্ব ঘটনা ঘটল অ্যাটলির জীবনে? একটি সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন পরিচালক।
অ্যাকশন ভরপুর দৃশ্যে যখন বিক্রম রাঠোর এসে সিগার ধরায় এবং আগুনের ঝলকানি দেখা যায়, ঠিক সেই দৃশ্যে মুগ্ধ হয়েছেন হলিউডের ফিল্ম নির্মাতারা। অ্যাটলি বলেছেন, ‘ছবিতে হলিউডের অনেকেই আমাদের সঙ্গে কাজ করেছেন। অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস কাজ করেছেন। জওয়ানে স্পিরো নিজেও অ্যাকশনের দৃশ্যে রয়েছেন। হলিউডের অনেকে জানতে চেয়েছেন আগুনের ভিতর কীভাবে এসআরকের দৃশ্যটি হল। স্পিরো বলেছেন, এটা পুরোপুরি পরিচালকের ভাবনা ছিল’।
advertisement
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
তারপরেই অ্যাটলির কাছে ফোন আসে একাধিক কাজের জন্য। দেশি হিরো নজর কেড়ে নেয় বিশ্বজুড়ে। অ্যাটলি বলেছিলেন, অস্কারে নিয়ে যেতে চান জওয়ানকে। দেখতে দেখতে ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখ খানের ‘জওয়ান’। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। মুক্তির তৃতীয় রবিবারেই এই মাইলস্টোনের কাছাকাছি কিং খানের ছবি। ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক যে আগামীতে ১০০০ কোটিই হতে চলেছে তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান।
advertisement
advertisement
আরও পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়েতে দেখা নেই প্রিয়াঙ্কা-নিকের, বোনের বিয়েতে কেন এলেন না দেশি গার্ল? ব্যস্ত অন্য অনুষ্ঠানে!
শাহরুখের প্রযোজনা সংস্থা অবশ্য কন্যা দিবসে এই সাফল্য ‘গার্ল পাওয়ার’কেই উৎসর্গ করল। এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৯৭৯.০৮ কোটি টাকা। অর্থাৎ ১০০০ কোটির মালইস্টোন থেকে মাত্র ২১ কোটি টাকা দূরে ‘জওয়ান’। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। অ্যাটলির পরিচালিত ‘জওয়ান’-এর হাত ধরে তিনি এই প্রথম বলিউডে পা রাখলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan | Shah Rukh Khan: 'জওয়ান'-এ শাহরুখের এই দৃশ্যের জন্য হলিউড থেকে ডাক পেলেন পরিচালক, দারুণ খুশি ভক্তরা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement