Jawan Box Office: ফের রেকর্ড গড়ল কিং খান! বাংলায় আয়ের নিরিখে ‘পাঠানকে’ টেক্কা ‘জওয়ানের’

Last Updated:

Jawan Box Office: প্রথমদিনে, সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেয় কিং খানের ‘জওয়ান’। এবার কিং খানের ছবিটি পশ্চিমবাংলায় ৪০ কোটিরও বেশি আয় করে নয়া রের্কড করল।

বাংলায় আয়ের নিরিখে পাঠানকে টেক্কা ‘জওয়ানের’
বাংলায় আয়ের নিরিখে পাঠানকে টেক্কা ‘জওয়ানের’
কলকাতাঃ ‘পাঠান’-এর পর ফের পর্দায় শাহরুখ ম‍্যাজিক। বহু অপেক্ষার পর মুক্তি পায় বহুল প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। তারপর প্রথমদিনে, সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দেয় কিং খানের ‘জওয়ান’। এবার কিং খানের ছবিটি পশ্চিমবাংলায় ৪০ কোটিরও বেশি আয় করে নয়া রের্কড করল।
শাহরুখ খান অভিনীত পাঠানের আয় ছিল ৩৫ কোটি টাকা। কিন্তু এবার সেই সিনেমাকেও টেক্কা দিল ‘জওয়ান’। অ্যাটলির পরিচালনায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে শীর্ষস্থান দখল করেছে ছবিটি। ১৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে পৌঁছে যায় ‘জওয়ান’। শাহরুখ খান নিজেই নিজের রেকর্ড ব্রেক করেন।
advertisement
advertisement
ছবির মুক্তির দিন থেকেই শুরু হয়েছে উত্তেজনা৷ কাকভোর থেকে ছবির শো দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিল শাহরুখ ফ্যানেরা। ছবির অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা গেছিল ‘জওয়ান’ নিয়ে ঠিক কতটা উত্তেজনা টগবগিয়ে ফুটছে ভক্তদের। পাঠান-এর বিশ্বজোড়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। মুক্তির পর থেকে মাত্র ৪ দিনের মধ্যে যেভাবে রেকর্ড গড়ছে শাহরুখ তা থেকেই বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন কিং খান৷ ছবিতে ডবল রোলে শাহরুখের অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ পাশাপাশি নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন সকলের অভিনয়ই অনবদ্য৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Box Office: ফের রেকর্ড গড়ল কিং খান! বাংলায় আয়ের নিরিখে ‘পাঠানকে’ টেক্কা ‘জওয়ানের’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement