'বিতর্কিত' মন্তব্যের জন্য জাভেদ আখতারের তীব্র সমালোচনা করলেন লাকি আলি, ঘটনা আদতে কী?
- Reported by:Trending Desk
- Published by:Rachana Majumder
Last Updated:
জাভেদ আখতার পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এমনকি ভারতের দুটি সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছেন।
সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া ইউজার জাভেদ আখতারের একটি পুরনো ভিডিওর জন্য সমালোচনা করার পর গায়ক লাকি আলিও তাঁর তীব্র সমালোচনা করেছেন। ওই ভিডিওতে জাভেদ আখতারকে হিন্দুদের ‘মুসলিমদের মতো না হতে’ অনুরোধ করতে দেখা গিয়েছে। যদিও নিউজ18 স্বাধীনভাবে ভিডিওটি কত পুরনো তা যাচাই করতে পারেনি, তবে এটি অনলাইনে অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভাইরাল ভিডিওতে জাভেদ আখতার ১৯৭৫ সালের শোলে ছবির ইঁউ কি ইয়ে কৌন বোলা দৃশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, “শোলেতে ধর্মেন্দ্র শিবজির মূর্তির আড়ালে লুকিয়ে কথা বলেন, আর হেমা মালিনী মনে করেন শিবজি তাঁর সঙ্গে কথা বলছেন। আজ কি এমন দৃশ্য সম্ভব? না, আমি আজ এরকম দৃশ্য লিখব না। ১৯৭৫ সালে যখন শোলে মুক্তি পায়, তখন কি হিন্দু ছিল না? কোনও ধার্মিক মানুষ ছিল না? ছিল। আসলে রাজু হিরানি এবং আমি পুণেতে বিশাল দর্শকদের সামনে ছিলাম এবং আমি বলেছিলাম মুসলিমদের মতো হয়ো না। তাদের নিজের মতো করে বানাও। তোমরা মুসলিমদের মতো হয়ে উঠছো। এটা একটা ট্র্যাজেডি…”
advertisement
advertisement
জাভেদ আখতার পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এমনকি ভারতের দুটি সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছেন। তিনি বেশ কয়েকটি হিট ছবির চিত্রনাট্য লিখেছেন, ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত জঞ্জির ছবি চিত্রনাট্যকার হিসেবে তাঁর অন্যতম বড় সাফল্য। সলমন খানের বাবা সেলিম খানের সঙ্গে যৌথভাবে জাভেদ আখতার বলিউডের অনেক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন, যার মধ্যে রয়েছে আন্দাজ (১৯৭১), হাতি মেরে সাথী (১৯৭১), সীতা অউর গীতা (১৯৭২), ইয়াদোঁ কি বারাত (১৯৭৩), দিওয়ার (১৯৭৫), শোলে (১৯৭৫) ইত্যাদি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 23, 2025 6:52 PM IST










