Home /News /entertainment /
নিজের প্রথম ছবি ধড়ক নিয়ে বড়সড় বয়ান শ্রীদেবী কন্যা জাহ্নবী, তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিজের প্রথম ছবি ধড়ক নিয়ে বড়সড় বয়ান শ্রীদেবী কন্যা জাহ্নবী, তোলপাড় সোশ্যাল মিডিয়া

শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের সঙ্গে ৷ ফাইল ছবি ৷

শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের সঙ্গে ৷ ফাইল ছবি ৷

এই বছরে একগুচ্ছ ছবি নিয়ে উপস্থিত হতে চলেছেন জাহ্নবী

 • Share this:

  #মুম্বই: শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর ৷ গত বছরেই বলিউডে পা রেখেছেন তিনি বলিউডে পা রেখেছেন একটি মরাঠি ছবির রিমেক হিন্দিতে করে ৷ ছবির নাম ধড়ক ৷ মরাঠি ছবিটির নাম সেরাট ৷ ২০১৮ সালে ধড়কে বক্স অফিসে তেমন ভাবে ছাপ কাটতে পারেনি ৷ এক বছর পরে এই বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ৷

  এই ছবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছবিগুলি হল হরর ছবি ঘোস্ট স্টোরিজ, বায়োপিক গুঞ্জন সাক্সেনা, দ্য কারগিল ও হরর কমেডি ছবি রুহি আফজাও এর অন্তর্গত ৷ জাহ্নবী পিটিআইকে একটি বিবৃতিতে জানিয়েছেন তিনি তাঁর আসন্ন ছবি নিয়ে শ্রীদেবী কন্য বেশ উৎসাহিত ৷ এই ছবিগুলি যাতে দর্শকদের ভাললাগে সেই জন্য সমস্ত প্রচেষ্টাই করেছেন জাহ্নবী ৷ একই সঙ্গে নিজের হতাশাও ব্যক্ত করেছেন জাহ্নবী বলেছেন অনেক পরিশ্রম করার পরেও ধড়ক মানুষের মনকে ছুঁতে পারেনি যেমনটা মনে করা হয়েছিল পারবে বলে ৷ এই নিয়ে তিনি ব্যথিত হলেও হাল ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন আরও একবার পরিষ্কার করেছেন জাহ্নবী ৷

  তবে মানুষের ভালবাসা পেয়ে তিনি অভিভূত ৷ এই বছরই জাহ্নবী করণ জোহরের ছবি তখত দিয়ে যাত্রা শুরু করবেন ৷ ছবিতে রণবীর সিং, বিকি কৌশল, করিনা কাপুর খান,,অনিল কাপুর, আলিয়া ভাট, ভূমি পেডনেকর অভিনয় করেছেন ৷ এখন সব থেকে সত্যি ও সেরা কথাটি বলবে সময়ই ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Bollywood, Dhadak, Janvi Kapoor, Sridevi

  পরবর্তী খবর