#মুম্বই: কেমন দেখতে শ্রীদেবীর মেয়েকে ? কেমন অভিনয় করবে জাহ্নবী? শ্রীদেবীর সঙ্গে কি কোনও মুখের মিল রয়েছে ? শ্রীদেবীর মতো অভিনয় করতে পারবে তো ? শ্রীদেবীর মতো নাচতে পারবে তো ? ‘ধড়ক’ মুক্তির আগে থেকেই এসব প্রশ্নই কানে এসেছিল জাহ্নবীর ৷ কিন্তু জাহ্নবী কান দেননি ৷ বরং সাহস নিয়ে পা রেখেছেন বলিউডে ৷ অভিনেত্রী হয়েছেন, মায়ের স্বপ্নপূরণ করেছেন তিনি ৷ তাই তো শ্রীদেবী কন্যা ছাড়াও জাহ্নবীর এখন নিজস্ব পরিচয়ও রয়েছে ৷ তবুও জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে বার খুঁজে পেতে চাইছেন দর্শক ৷ না সমালোচনা নয়, হয়তো শ্রীদেবীর প্রতি দর্শকদের অগাধ প্রেম থেকেই এর উৎপত্তি !
এরকমই এক ঝলক মিলল সম্প্রতি ৷ এক নতুন ছবির নাচের মহড়াতে একেবারে শ্রীদেবীর মতো ধরা দিলেন জাহ্নবী ৷ আর সেই মহড়ার ভিডিওই ভাইরাল হয়ে উঠল ইন্টারনেটে ৷
দেখুন সেই ভাইরাল ভিডিও---
View this post on Instagram@jahnvikapoor rehearses with full dedication for her performance for an upcoming event.
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Janvi Kapoor, Mother, Sridevi