Janhvi Kapoor: মুম্বই বিমানবন্দরের বাইরে পা রাখতেই সেলফি-শিকারীদের কবলে জাহ্নবী; এরপর যা করলেন অভিনেত্রী…
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Janhvi Kapoor: বিমানবন্দর থেকে বাইরে বেরোতেই রীতিমতো ছেঁকে ধরেছিলেন ভক্তরা। এতে বেশ খানিকটা অস্বস্তিতে পড়তেই দেখা গেল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে।
বিমানবন্দর থেকে বাইরে বেরোতেই রীতিমতো ছেঁকে ধরেছিলেন ভক্তরা। এতে বেশ খানিকটা অস্বস্তিতে পড়তেই দেখা গেল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সেই দৃশ্যই বন্দি হয়েছে ক্যামেরায়। আর তা ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ কোভিড অতিমারী এবং দুর্ঘটনাই কারণ; শেষমেশ ‘ইন্ডিয়ান ২’-এর বিশাল বাজেট নিয়ে মুখ খুললেন কমল হাসান
ঠিক কী হয়েছিল? ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে মুম্বই বিমানবন্দর থেকে বাইরে বেরিয়েছিলেন শ্রীদেবী এবং বনি কাপুরের বড় কন্যা জাহ্নবী। কিন্তু আচমকাই অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন পুরুষ ভক্তরা। আর ভক্তরা রীতিমতো একেবারে কাছাকাছি চলে আসায় বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও একবারের জন্যও মেজাজ হারাননি। বরং শান্ত থেকে ধৈর্য রেখেই গোটা বিষয়টা সামলাতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিও-তে দেখা গিয়েছে যে, শ্রীদেবী-কন্যার পরনে ছিল অলিভ গ্রিন কটন শার্ট এবং কালো রঙা প্যান্ট। এরপরে দাদা অর্জুন কাপুরের বাসভবনে পৌঁছতে দেখা যায় জাহ্নবীকে। সেখানে অভিনেতার মধ্যরাতের জন্মদিন উদযাপনের জন্য হাজির হয়েছিলেন তিনি।
advertisement
আবার কাজের দিক থেকে বেশ দৃঢ় নারীকেন্দ্রিক ছবি করছেন জাহ্নবী। ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘গুড লাক জেরি’ এবং ‘মিলি’ ছবিতে। এবার বহু প্রতীক্ষিত ‘উলঝ’ ছবিতে একজন আইএফএস অফিসারের ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। তাঁর পাশাপাশি ওই ছবিতে অভিনয় করবেন রোশন ম্যাথু এবং গুলশন দেবাইয়া। জংলি পিকচার্সের প্রযোজনায় ওই ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুধাংশু সরিয়া। আগামী ২ অগাস্ট, ২০২৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘উলঝ’।
advertisement
advertisement
এই ছবিটিতে অভিনয়ের প্রসঙ্গে আগে এক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জাহ্নবী। অভিনেত্রীর কথায়, “যখন ‘উলঝ’-এর চিত্রনাট্য নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তখন একজন অভিনেত্রী হিসেবে আমি এর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমি সব সময় এমন চিত্রনাট্য খুঁজি, যেখানে নিজের কমফোর্ট জোন ভেঙে বেরিয়ে অভিনয় করতে পারব। আর এই চরিত্রটা এমনই ছিল। ছবির নাম থেকেই স্পষ্ট যে, এর গল্প এবং আমার চরিত্রটিতে প্রচুর পরত, আবেগ এবং প্যারামিটার রয়েছে। যা একই সময়ে অত্যন্ত চ্যালেঞ্জিংও বটে!”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 4:59 PM IST