Arjun-Jahnvi: জাহ্নবী 'ভাইয়া' বলে ডাকলে অস্বস্তি হয়: অর্জুন।। 'ভাইয়া' ডাকতে ভাল লাগে: জাহ্নবী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Arjun Birthday: জাহ্নবী ছাড়াও তাঁর খুড়তুতো দিদি সোনম কপূরও অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন। দু'জনের ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন অর্জুন। আমার ঠিক ১৫ দিন পরে তোমার জন্ম। পিঠোপিঠি বলে হাতে হাত ধরে বড় হয়েছি আমরা।''
#মুম্বই: রবিবার, ২৬ জুন, ৩৭-এ পা দিলেন বলি তারকা অর্জুন কপূর। প্যারিসে নিজের প্রেমিকা মালাইকা অরোরার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। ইতিমধ্যে নায়কের পরিবার, বন্ধুবান্ধব সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন। জাহ্নবী কপূরও তাঁর সৎ দাদা অর্জুনকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন।
advertisement
advertisement
জাহ্নবী ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের সঙ্গে অর্জুনের একটি ছবি দিয়ে লিখলেন, 'শুভ জন্মদিন আমার জ্ঞানী, শক্তিশালী এবং বুদ্ধিদীপ্ত দাদা! যে কিনা সকলের মুখেই হাসি আনতে পারে। আমার দাদা। এখনও তোমাকে এই নামে ডাকলে মন ভাল হয়ে যায়। এই বছরটা তোমারই। অনেক পরিশ্রম করেছো। অনেক বাধা পেরিয়ে উঠে দাঁড়িয়েছ। প্রত্যেকটা মুহূর্তে তোমার থেকে কিছু না কিছ শিখি। আমার পাশে দাঁড়ানোর অনেক ধন্যবাদ। এটাই সত্য। ভালবাসা তোমায়।'
advertisement
শ্রীদেবীর মৃত্যুর পরে নিজের সৎ বোন জাহ্নবী এবং খুশি কপূরের কাছাকাছি এসেছেন অর্জুন। তার আগে পর্যন্ত বাবার দ্বিতীয় পরিবারের সঙ্গে মেলামেশা করতে অসুবিধা হত অর্জুনের। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''অংশুলা (অর্জুনের নিজের বোন) 'ভাইয়া' বলে ডাকে আমায় চিরকাল। কিন্তু জাহ্নবী আর খুশি 'ভাইয়া' বলে ডাকলে আমার খুবই অস্বস্তি হত। কারণ তখনও আমরা একটি সুখী পরিবার ছিলাম না। মাঝে মধ্যে দেখা করতাম। সব সময়ে একে অপরের পাশে দাঁড়াতাম না আমরা। কিন্তু সেই চেষ্টা করেছি অনেক পরে।''
advertisement
জাহ্নবী ছাড়াও তাঁর খুড়তুতো দিদি সোনম কপূরও অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন। দু'জনের ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন অর্জুন। আমার ঠিক ১৫ দিন পরে তোমার জন্ম। পিঠোপিঠি বলে হাতে হাত ধরে বড় হয়েছি আমরা। ভাই, তোমায় অনেক ভালবাসা। জীবনে সাফল্য অর্জন করো, কারণ এ সবই তোমার প্রাপ্য।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2022 3:06 PM IST