মেয়ের টপলেস ছবি নিয়ে নিরুত্তাপ জ্যাকি

Last Updated:
#মুম্বই: কৃষ্ণা শ্রফ৷ কে তিনি? ক’দিন আগে পর্যন্তও কেউ তাঁকে চিনত না৷ চেনার কথাও নয়৷ তাঁর অবশ্যই একটা পরিচয় রয়েছে৷ সেটা হল বলিউড সুপারস্টার জ্যাকি শ্রফের একমাত্র কন্যা তিনি৷ কিন্তু বাবা জ্যাকি কিংবা ভাই টাইগারকে দিয়ে নয় ৷ নিজের পরিচয় কৃষ্ণা দিয়েছেন নিজস্ব স্টাইলেই৷ তাঁর টপলেস ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ কিন্তু মজার বিষয় হল মেয়ের এমন ছবি নিয়ে তেমন কোনও হেলদোল নেই বাবার৷ কন্যা কৃষ্ণার টপলেস ছবি নিয়ে বরং নির্বিকার থাকার স্ট্র্যাটেজিই নিয়েছেন জ্যাকি৷ ছবি নিয়ে তাঁর মন্তব্য, ‘ টাওয়েল তো জড়ানোই ছিল৷ তাহলে আর কৃষ্ণা টপলেস হল কোথায়? ’
কৃষ্ণা নিজে অবশ্য টপলেস প্রসঙ্গ উড়িয়ে দেননি৷ বরং তিনি জানিয়েছেন, একান্ত ঘরোয়া পরিবেশেই ফটোশ্যুট হয়েছিল৷ ছবি তুলেছিলেন তাঁর এক বন্ধু ফটোগ্রাফার৷ মজা করেই তাঁরা এরকম ছবি তুলেছিলেন বলে তিনি জানিয়েছেন৷ এবং অন্য কেউ নন, তিনি নিজেই ইনস্টাগ্রামে সে ছবি পোস্ট করেছিলেন৷ সে ছবি ভাইরাল হয়েছে বলেও তেমন কোনও মাথাব্যাথা নেই তাঁর৷ বরং টপলেশ প্রসঙ্গে বাবা, মেয়ে দু’জনেই বেশ নির্বিকার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের টপলেস ছবি নিয়ে নিরুত্তাপ জ্যাকি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement