টিভি যুদ্ধে সলমন-ঐশ্বর্য !
Last Updated:
কথায় আছে প্রেম আর যুদ্ধে সব সম্ভব ৷ তবে যদি প্রেম না থাকে তাহলে শুধু পড়ে থাকে যুদ্ধই ৷ তবে স্টারদের যখন যুদ্ধ, তা ওপর যখন
#মুম্বই: কথায় আছে প্রেম আর যুদ্ধে সব সম্ভব ৷ তবে যদি প্রেম না থাকে তাহলে শুধু পড়ে থাকে যুদ্ধই ৷ তবে স্টারদের যখন যুদ্ধ, তা ওপর যখন পুরনো প্রেম, তখন হাতাহাতি নয়, বরং টিআরপি কেড়ে নেওয়াতেই শান্তি !
গপ্পোটা হল, সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের ৷ সিনেমায় তো একসঙ্গে হলেন না তাঁরা ৷ তবে টিভির প্রাইম টাইম একসঙ্গে নিয়ে আসতে চলল সলমন ও ঐশ্বর্যকে ৷
গল্পটা একটু খুলে বলা যাক, বিগবসে সঞ্চালনা করে ছোট পর্দায় দারুণ হিট বলিউডের সুলতান ৷ আর এবার সেই জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে সলমনকে এক হাত নিতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ অনুষ্ঠানের নাম দিল হ্যায় হিন্দুস্থানি ৷ সলমনের বিগবসের স্লটেই, স্টার প্লাসে এই শো নিয়ে আসতে চলেছেন দুনিয়ার বচ্চন ঘরণী ৷ তবে এই নিয়ে ঐশ্বর্য বা সলমন, কোনও কিছুই বলতে চাননি ৷ তবে টিভিতে যে যুদ্ধ লাগবে, সেটা তো আঁচ করাই যাচ্ছে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2016 2:51 PM IST