টিভি যুদ্ধে সলমন-ঐশ্বর্য !

Last Updated:

কথায় আছে প্রেম আর যুদ্ধে সব সম্ভব ৷ তবে যদি প্রেম না থাকে তাহলে শুধু পড়ে থাকে যুদ্ধই ৷ তবে স্টারদের যখন যুদ্ধ, তা ওপর যখন

#মুম্বই: কথায় আছে প্রেম আর যুদ্ধে সব সম্ভব ৷ তবে যদি প্রেম না থাকে তাহলে শুধু পড়ে থাকে যুদ্ধই ৷ তবে স্টারদের যখন যুদ্ধ, তা ওপর যখন পুরনো প্রেম, তখন হাতাহাতি নয়, বরং টিআরপি কেড়ে নেওয়াতেই শান্তি !
গপ্পোটা হল, সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের ৷ সিনেমায় তো একসঙ্গে হলেন না তাঁরা ৷ তবে টিভির প্রাইম টাইম একসঙ্গে নিয়ে আসতে চলল সলমন ও ঐশ্বর্যকে ৷
গল্পটা একটু খুলে বলা যাক, বিগবসে সঞ্চালনা করে ছোট পর্দায় দারুণ হিট বলিউডের সুলতান ৷ আর এবার সেই জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে সলমনকে এক হাত নিতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ অনুষ্ঠানের নাম দিল হ্যায় হিন্দুস্থানি ৷ সলমনের বিগবসের স্লটেই, স্টার প্লাসে এই শো নিয়ে আসতে চলেছেন দুনিয়ার বচ্চন ঘরণী ৷ তবে এই নিয়ে ঐশ্বর্য বা সলমন, কোনও কিছুই বলতে চাননি ৷ তবে টিভিতে যে যুদ্ধ লাগবে, সেটা তো আঁচ করাই যাচ্ছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিভি যুদ্ধে সলমন-ঐশ্বর্য !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement