পরিচালনায় সমদর্শী, মৃত্যুর পরের কথা স্মৃতি হয়ে ফিরে আসছে বাংলা ওয়েব সিরিজে

Last Updated:

Klikk OTT-তে আগামী মাসেই আসতে চলছে সমদর্শী পরিচালিত এক অন্য স্বাদের ওয়েব সিরিজ ‘ইতি Memories’।

এবার পরিচালনায় সমদর্শী, মৃত্যুর পরের কথা স্মৃতি হয়ে ফিরে আসছে বাংলা ওয়েব সিরিজে
এবার পরিচালনায় সমদর্শী, মৃত্যুর পরের কথা স্মৃতি হয়ে ফিরে আসছে বাংলা ওয়েব সিরিজে
কলকাতা: অভিনেতা যদি এসে দাঁড়ান ক্যামেরার পিছনে, সচরাচর তার প্রভাব ভালই হয়। বাংলা ছবির ক্ষেত্রে উদাহরণ খুঁজতে গেলে অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়দের নাম উঠে আসবে। সেই দলে যোগ দিয়েছেন বাংলা অভিনয় জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র সমদর্শী দত্ত। তুলনামূলক নতুন প্রজন্মের এই অভিনেতার বরাবরের শখ ছিল ছবি তৈরি করার, তা আরও একবার বাস্তবায়িত হয়েছে। Klikk OTT-তে আগামী মাসেই আসতে চলেছে সমদর্শী পরিচালিত এক অন্য স্বাদের ওয়েব সিরিজ ‘ইতি Memories’।
অন্য স্বাদের, কেন না, দেশ ও বিদেশের প্রায় সব ওয়েব সিরিজেই মুখ্য জায়গা জুড়ে থাকে থ্রিলার। মূলত ব্যস্ত দর্শকের যখন খুশি দেখার চাহিদা মেটাতেই এই জনপ্রিয়তার জোয়ারে নৌকা ভাসিয়ে থাকেন নির্মাতারা। কিন্তু সমদর্শী সেই পথে হাঁটেননি। তাঁর সিরিজের মুখ্য জায়গা জুড়ে আছে আবেগ, যা আমাদের নিরন্তর জীবনের এক স্রোত থেকে অন্যে টেনে নিয়ে যায়। স্মৃতি, ঐতিহ্যবাহিত হয়ে যা নিয়ে আমরা জন্ম নিই এবং নতুন সঞ্চয় গড়ে তুলি, সেটাই এই সিরিজের উপজীব্য, নামও তাই ‘ইতি Memories’।
advertisement
advertisement
সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আহেরি আর মল্লারের সংসার পাতার উদ্যোগের কথা। বিয়ের জন্য কলকাতায় ফেরার কথা প্রবাসী মল্লারের। শহরে মল্লার এসে পৌঁছনোর আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আহেরির। কিন্তু মৃত্যুর পরেও কিছুই শেষ হয় না, ছিন্ন হয় না যোগাযোগও। যাঁরা আগে সামনাসামনি থাকতেন, তাঁরা শুধু যোগাযোগ রাখেন স্মৃতিতে- এই যা তফাত! মল্লারের জন্যও আহেরি রেখে যায় স্মৃতির ডালি- পাঁচটি মেমোরি কার্ড এবং কিছু ভিডিও ব্লগ। শহরের সব প্রান্ত চষে এর পর শুরু হয় ভালবাসার এক নতুন মল্লার ৷ চিরচেনাকে নতুন করে চেনার চাহিদার বর্ষা নামে।
advertisement
View this post on Instagram

A post shared by KLiKK (@klikk.tv)

advertisement
সমদর্শীর এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, তনিকা বসু, অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ, কৌশিক শীল প্রমুখ। একঝাঁক নতুন অভিনেতারাও পরিচালকের হাত ধরে যে ভাল ছবির স্মৃতি নিয়ে আসতে চলেছেন, তা অভিজ্ঞতায় ধরা এখন শুধু সময়ের অপেক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালনায় সমদর্শী, মৃত্যুর পরের কথা স্মৃতি হয়ে ফিরে আসছে বাংলা ওয়েব সিরিজে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement