এক নজরে জেনে নিন মনসার আগামী সপ্তাহের সেরা আকর্ষণ

Last Updated:

কালার্স বাংলার টাইমব্যান্ড লিডার মনসা ৷ দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকা পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত এই ধারাবাহিক ৷ প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলায় সম্প্রচারিত হয় মনসা ৷

#কলকাতা: কালার্স বাংলার টাইমব্যান্ড লিডার মনসা ৷ দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকা পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত এই ধারাবাহিক ৷ প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলায় সম্প্রচারিত হয় মনসা ৷ খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে মনসা ৷ এক নজরে জেনে নিন আগামী সপ্তাহে কী হতে চলেছে মনসা ধারাবাহিকে ৷
অমরত্বের সন্ধানে গোটা দেবকুল ৷ সমুদ্র মন্থনের সময়ে পাওয়া অমৃত পান করলেই অমর হওয়া সম্ভব ৷ তবে সমুদ্র মন্থনের সময়ে পাওয়া অমৃত পান করে অমর হতে দেবতাদের সারিতে রাহু ও কেতু ছদ্মবেশে বসে পড়ে ৷ দানবেরা ছিনিয়ে নেয় সম্পূর্ণ অমৃত ভাণ্ডার ৷ একমাত্র বিষ্ণুই চিনতে পেরেছিলেন ৷ তাঁর সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা উড়িয়ে দিয়েছিলেন ততক্ষণে রাহুর কন্ঠ স্পর্শ করেছিল অমৃত ৷ তাই রাহু গলা পর্যন্ত অমর হয়ে যায় ৷
advertisement
তাই রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ৷ স্বয়ং দেবাদিদেব মহাদেব মনসাকে নির্দেশ দিয়েছেন রাহুর গলা পর্যন্ত অমরত্ব পুনরুদ্ধার করার ৷ মনসা কি পারবে দেবকুলকে রক্ষা করতে ? পারবে কি উদ্ধার করতে অমৃতের ভাণ্ডার ? না কি সমগ্র নাগকুল ব্যর্থ হবে ? জানতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে কালার্স বাংলার পর্দায়, প্রতিদিন সন্ধে ৭টায় ৷ আগামী এক সপ্তাহ ধরে মনসা নিয়ে আসতে চলেছে একের পর এক ধামাকা ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক নজরে জেনে নিন মনসার আগামী সপ্তাহের সেরা আকর্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement