‘ডিসলাইক’-এর রেকর্ড আগেই গড়েছিল মহেশ ভাটের Sadak-2-র ট্রেলার, এবার উঠল সুর চুরির অভিযোগ !

Last Updated:

মহেশ ভাটের সিনেমায় তাঁর সুর চুরির অভিযোগ তুললেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী সেজান সালিম ওরফে জো জি।

#মুম্বই: ডিসলাইকের নতুন নতুন রেকর্ড গড়ছে মহেশ ভাটের ‘সড়ক টু’ ছবির ট্রেলার। তার উপর এবার উঠল সুর চুরির অভিযোগ। মহেশ ভাটের সিনেমায় তাঁর সুর চুরির অভিযোগ তুললেন পাকিস্তানের সঙ্গীত শিল্পী সেজান সালিম ওরফে জো জি। যদিও বিতর্ক ওঠা ‘ইশক কামাল’ গানটির কম্পোজার সুনীলজিতের দাবি, এই গানটি সম্পূর্ণ অরিজিনাল ৷ কোথাও থেকে কপি করা হয়নি ৷ মিথ্যা দাবি করা হচ্ছে ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। তাঁর সড়ক টু-র ট্রেলার ডিসলাইকের রেকর্ড করেই যাচ্ছে। তার মধ্যে পাকিস্তানের সঙ্গীত শিল্পী সেজান সালিম ওরফে জো জি-র অস্বস্তিতে ফেলা অভিযোগ ৷ মহেশের ‘সড়ক টু’-র ট্রেলার একের পর এক লজ্জার রেকর্ড গড়েই যাচ্ছে। বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে ট্রেলার। শুক্রবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত ভিডিওটি লাইক পেয়েছে ৪.৭৯ লক্ষ। ডিজলাইক ৮৮ লক্ষ !
advertisement
ইউটিউবের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ট্রেলার। ২৪ ঘণ্টায় ডিসলাইক পাওয়ার নজিরও গড়ে ফেলেছে এই ট্রেলার। ৯৬% ডিজলাইক। ইউটিউবের ইতিহাসে এই নজিরও নেই। ইতিমধ্যেই ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিওর মধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছে সড়ক ২-এর ট্রেলার।
advertisement
১ কোটি ৮১ লক্ষ ডিসলাইক নিয়ে তালিকায় প্রথম YouTube Rewind 2018। দ্বিতীয় জাস্টিন বিবারের বেবি পেয়েছে ১ কোটি ১৫ লক্ষ ডিজলাইক। তৃতীয় YouTube Rewind 2019 ৯০.৯৭ লক্ষ ডিজলাইক। ৮৮.৮৩ লক্ষ ডিসলাইক নিয়ে তালিকায় চতুর্থ "Baby Shark Dance"। প্রবণতা যা তাতে তিন নম্বরে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না সড়ক টু-র ট্রেলার।
advertisement
এক উঠতি নায়কের প্রতি আবেগের তুমুল স্রোতের ধাক্কাতেই অবরুদ্ধ সড়ক টু। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ফের নেপোটিজম বিতর্ক বলিউডে। তাতেই বিদ্ধ প্রবীণ পরিচালক মহেশ ভাট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ডিসলাইক’-এর রেকর্ড আগেই গড়েছিল মহেশ ভাটের Sadak-2-র ট্রেলার, এবার উঠল সুর চুরির অভিযোগ !
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement