Ishita Dutta: মা হলেন অজয় দেবগণের 'কন্যা', বাঙালি অভিনেত্রী ঈশিতা

Last Updated:

Ishita Dutta: ঈশিতার আরেক পরিচয় বলিউডের এক সময়ের সাড়া ফেলা হট নায়িকা তনুশ্রী দত্তের বোন তিনি।

ঈশিতা দত্ত
ঈশিতা দত্ত
মুম্বই: অভিনেত্রী ঈশিতা দত্ত মা হলেন। তাঁর স্বামী ভটসল শেঠও জনপ্রিয় অভিনেতা। ঈশিতা ও ভটসলের এটি প্রথম পুত্রসন্তান। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। অজয় দেবগণের ‘দৃশ্যম’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ঈশিতা। অজয়ের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
ঈশিতা ও ভটসলের মেটারনিটি ফোটোশ্যুট, রিলস নিয়ে চর্চা চলছিল বহুদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এই জুটি। কবে আসবে খুদে সন্তান, তারই অধীরে অপেক্ষা চলছিল যেন। অবশেষে মিলল খুশির খবর। জামশেদপুরের এক বাঙালি পরিবারে জন্ম ঈশিতার। আরেক পরিচয় বলিউডের এক সময়ের সাড়া ফেলা হট নায়িকা তনুশ্রী দত্তের বোন তিনি।
advertisement
advertisement
advertisement
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী ঈশিতা এবং তাঁর পুত্রসন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। তাঁদের পরিবারে নতুন অতিথি আগমনে এখন আনন্দের হাওয়া বইছে। ১৯ জুলাই ছেলের মা হয়েছেন ঈশিতা। ঈশিতা যখন সন্তানসম্ভাবনা ছিলেন তখন তাঁর স্বামী অভিনেতা ভটসাল বলেছিলেন,’আমাদের জীবনে বিয়ে যেমন একটি মাইলস্টোন, সন্তানও সেই রকম। সন্তানের আগমন আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে’।
advertisement
২০১৫ সালে দৃশ্যম ছবির প্রথম পর্ব ঈশিতাকে দেয় পরিচিতি। এরপর যখন বড় পর্দার কেরিয়ার জমল না তখন চলে যান ছোট পর্দায়। তাঁকে দেখা যায় এক ঘর বনাউঙ্গা, কৌন হে- এক নয়া অধ্যায়-এর মতো হিন্দি ধারাবাহিকে। তবে খ্যাতি এনে দেয় রিস্তো কা সৌদাগর-বাজিগর নামের ধারাবাহিকটি, যা এসেছিল ২০১৬ সালে। অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছিল দৃশ্যম ২ ছবিতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ishita Dutta: মা হলেন অজয় দেবগণের 'কন্যা', বাঙালি অভিনেত্রী ঈশিতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement